এই স্প্যানিশ উইঙ্গারের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে এফসি গোয়া

এই সিজনে অভূতপূর্ব পারফরম্যান্স থেকেছে এফসি গোয়ার (FC Goa)। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য। আইএসএলের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল খালিদ…

Iker Guarrotxena

এই সিজনে অভূতপূর্ব পারফরম্যান্স থেকেছে এফসি গোয়ার (FC Goa)। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য। আইএসএলের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। তারপর কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে শেষ করতে হয়েছিল সেই ম্যাচ। কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়ে ছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল দুর্বল ইমামি ইস্টবেঙ্গলকে।‌ তারপর আর পিছনে তাকাতে হয়নি। সময় এগোনোর সাথে সাথেই অনবদ্য ছন্দে ফিরে আসে গোয়া।

যারফলে স্বাভাবিকভাবেই একটা সময় মোহনবাগানের পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হয়ে ওঠে এসেছিল ব্রাইসন ফার্নান্দেজরা। তবে কলকাতা ময়দানের সেই প্রধানের থেকে পয়েন্ট এর পার্থক্য ছিল অনেকটাই। স্বাভাবিকভাবেই ময়দানের এই প্রধানকে টেক্কা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল গোয়ার ফুটবলারদের কাছে। তাই শেষ পর্যন্ত হাত থেকে ফস্কে যায় লিগ শিল্ড। সেই সমস্ত হতাশা ভুলে প্রথমবারের জন্য আইএসএল জিততে বদ্ধপরিকর ছিল এফসি গোয়া। সেই মতো দলের ফুটবলারদের প্রস্তুত করেছিলেন মানোলো মার্কুয়েজ। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আটকে যেতে হয়েছিল বেঙ্গালুরু এফসির কাছে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা।

   

Iker Guarrotxena

কিন্তু সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে‌ ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। সেইমত একের পর এক ম্যাচে সহজেই এসেছে জয়। যারফলে খুব সহজেই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল এফসি গোয়া। এবার এই খেতাব জয় করেই মরসুম শেষ করার পরিকল্পনা ছিল এই ফুটবল ক্লাবের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। জামশেদপুর এফসিকে পরাজিত করে কাপ জয় করে গোয়া। সেইসাথে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। দলের জন্য একাধিক ফুটবলারদের দলে টানার পাশাপাশি বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের।

তাঁর মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল ইকের গ্যারেক্সোনার নাম। বলাবাহুল্য, এবারের এই সিজনে অনবদ্য ফুটবল খেলেছিলেন এই স্প্যানিশ তারকা। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। সবদিক মাথায় রেখেই এবার তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে গোয়া শিবিরের। সেক্ষেত্রে আরও একটা মরসুমের জন্য দলের জার্সিতে দেখা যেতে চলেছে এই ফুটবলারকে‌।