মিজোরামের এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাড়ানোর পথে এফসি গোয়া

গত মরসুমের হতাশা ভুলে এবার দুরন্ত ছন্দে ধরা দিয়েছে এফসি গোয়া (FC Goa)। যদিও শুরুটা খুব একটা ভালো ছিল না। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল…

Ayush Chhetri

গত মরসুমের হতাশা ভুলে এবার দুরন্ত ছন্দে ধরা দিয়েছে এফসি গোয়া (FC Goa)। যদিও শুরুটা খুব একটা ভালো ছিল না। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। তারপর কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে শেষ করতে হয়েছিল সেই ম্যাচ। কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় মানোলো মার্কুয়েজের ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করে দুর্বল ইমামি ইস্টবেঙ্গলকে।‌ তারপর আর খুব একটা অসুবিধা হয়নি বোরহা হেরেরাদের।

Advertisements

Also Read | প্লে-অফের আগে নিজেকে প্রস্তুত করছেন আশীষ রাই 

Advertisements

সময় এগোনোর সাথে সাথে ছন্দে ফিরতে শুরু করে আইএসএলের এই ফুটবল ক্লাব। এমনকি টুর্নামেন্টের প্রথম লেগে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল এফসি গোয়া। স্বাভাবিকভাবেই একটা সময় মোহনবাগানের পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হয়ে ওঠে ইকের গ্যারেক্সোনারা। তবে কলকাতা ময়দানের সেই প্রধানের থেকে পয়েন্ট এর পার্থক্য ছিল অনেকটাই। স্বাভাবিকভাবেই তাঁদের টেক্কা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল গোয়ার ফুটবলারদের কাছে। তাই শেষ পর্যন্ত শিল্ড জয়ের ভঙ্গ হয় দেশের এই ফুটবল দলের। এমনকি দ্বিতীয় লেগের ম্যাচে পরাজিত হতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে।

Also Read | ফিফা বিশ্বকাপে প্রথম অ-আয়োজক দেশ হিসেবে জাপানের যোগ্যতা অর্জন

সেই সমস্ত হতাশা ভুলে এবার প্রথমবারের জন্য আইএসএল জিততে বদ্ধপরিকর এফসি গোয়া। সেই মতো তৈরি হচ্ছেন দলের ফুটবলাররা। কিন্তু শুধুমাত্র এই সিজন নয়। এখন থেকেই আগামী মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। বিশেষ করে নতুন কোচ নিয়োগ করার ক্ষেত্রে গত কয়েক মাস ধরেই যথেষ্ট সক্রিয় থেকেছে গোয়া শিবির। নজরে রয়েছে একাধিক হাইপ্রোফাইল কোচ। শুধুমাত্র কোচ নয়। দলের বেশ কিছু ফুটবলারদের নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে একবারের শিল্ড জয়ীরা। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে আয়ুষ ছেত্রীর নাম।

হিসাব অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন মিজোরামের এই মিডফিল্ডার। চলতি আইএসএলে ইতিমধ্যেই তিনি খেলে ফেলেছেন প্রায় ২২ টি ম্যাচ। যার মধ্যে একটি গোল এবং দুইটি অ্যাসিস্ট থেকেছে আয়ুষের। তাঁর এমন পারফরম্যান্সের দিকে লক্ষ্য রেখেই চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। সেই মতো কথাবার্তা এগিয়ে গিয়েছে অনেকটা দূর। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো সেই নিয়ে বিবৃতি জারি করবে এফসি গোয়া।