HomeSports Newsকেরালার বিপক্ষে সহজ জয়, এবার বাগান ম্যাচের দিকে নজর মানোলোর

কেরালার বিপক্ষে সহজ জয়, এবার বাগান ম্যাচের দিকে নজর মানোলোর

- Advertisement -

গত শনিবার আইএসএলের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়া। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে ফেলে মানোলো মার্কুয়েজের (Manolo Marquez) ছেলেরা। প্রথমেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ইকের গ্যারেক্সোনা। তারপর পঞ্চম কোয়ার্টারে দলের হয়ে ব্যবধান বাড়িয়ে যান মহম্মদ ইয়াসির। প্রথমার্ধে গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পঞ্চাশ সেকেন্ডের মধ্যেই প্রতি আক্রমণে উঠে আসে গোয়া শিবির। তারপর সুযোগ বুঝেই বল গোলে ঠেলে দেন ইকের গ্যারেক্সোনা।

জবাবে বেশ কয়েকবার আক্রমণে উঠে এসে গোলের মুখ খোলার চেষ্টা করেছিলেন জেসুস জেমিনেজ থেকে শুরু করে কোরো সিংয়ের মতো ফুটবলাররা। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। বরং পঞ্চম কোয়ার্টারের শেষের দিকে কেরালার রক্ষণভাগে ফাটল ধরিয়ে পুনরায় ঢুকে পড়েছিলেন ইকের গ্যারেক্সোনা। তারপর সেখান থেকেই অনবদ্য পাস। যেটিকে কাজে লাগিয়ে‌ ব্যবধানে বাড়িয়ে যান ইয়াসির। তারপর আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি কেরালার পক্ষে। যারফলে অনায়াসেই জয় ছিনিয়ে নিয়ে এবারের লিগ শিল্ড জয়ের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখে গোয়া শিবির।

   

সেই নিয়ে যথেষ্ট খুশি কোচ মানোলো মার্কুয়েজ। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “উদান্ত সিং, মোহাম্মদ ইয়াসির এবং দেজান দ্রাজিচের পজিশন পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথমার্ধে, বাম দিকে উদান্ত স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, ডান দিকে ইয়াসির স্বাচ্ছন্দ্য বোধ করছিল না এবং মাঝখানে দেজান স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। যারফলে গোল তুলে নিতে সমস্যা দেখা দিয়েছিল।

তবে দ্বিতীয়ার্ধে ওরা একেবারেই ভিন্ন পজিশনে খেলেছে। এটা কেবল পজিশনের পরিবর্তন ছিল, এবং তাঁর জন্যই আমরা তাৎক্ষণিকভাবে গোল করেছিলাম। কখনও কখনও আপনি ভিন্ন কিছু করতে পারেন এবং এটি কাজ করে না। কিন্তু আজ, তাঁরা দ্বিতীয়ার্ধে আরও স্বাচ্ছন্দ্য বোধ করেছিল, এবং দ্বিতীয় গোলটি আসার পর থেকেই ম্যাচের সাফল্য নিশ্চিত হয়ে গিয়েছিল।”

তবে জয় আসলেও আসন্ন মোহনবাগান বনাম ওডিশা ম্যাচের দিকে ও নজর রাখবেন গোয়া দলের কোচ। আসলে এই ম্যাচের মধ্যে দিয়েই নির্ভর করবে গোয়ার শিল্ড জয়ের লড়াই। সেই প্রসঙ্গে এই স্প্যানিশ কোচ জানান, ” আজ আমাদের লক্ষ্য ছিল ম্যাচে জয় ছিনিয়ে নেওয়া। আমরা সেটা করতে সক্ষম হয়েছি। এবার দেখা যাক আগামীকাল ওডিশা এফসি মোহনবাগানের বিপক্ষে এক বা তিন পয়েন্ট পায় কিনা। সেক্ষেত্রে পরিস্থিতি আমাদের জন্য অনেকটাই অনুকূল থাকবে।”

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular