কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্য দিয়ে আগের মরসুম শেষ করেছে এফসি গোয়া (FC Goa)। ওডিশার বুকে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট জয় করেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। সেই সুবাদে এই নয়া সিজনে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ এএফসির টুর্নামেন্টে অংশ নেবে দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা হতে চলেছে সমর্থকদের কাছে। সেই কথা মাথায় রেখেই এবার দল গঠনে বাড়তি নজর রয়েছে ম্যানেজমেন্টের। এক্ষেত্রে আগের তুলনায় দলকে আরও শক্তিশালী করাই প্রধান লক্ষ্য।
সেইমতো গত কয়েক মাস ধরেই একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে আইএসএলের এই শক্তিশালী ফুটবল দলের। কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকেই হয়তো নয়া ফুটবলারদের যোগদানের কথা ঘোষণা করতে শুরু করবে গোয়ার এই ক্লাবটি। কিন্তু তাঁর আগেই শনিবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে পুরনো দলের চারজন ফুটবলারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে ম্যানেজমেন্ট। যাদের মধ্যে রয়েছেন বিদেশি তারকা কার্ল ম্যাকহিউ থেকে শুরু করে রাউলিন বর্জেস, লক্ষ্মীকান্ত কাট্টিমনি এবং অ্যারেন ডি’ সিলভা।
উল্লেখ্য, শেষ সিজনে দলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই চার ফুটবলারের। বিশেষ করে মাঝমাঠ সামাল দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কার্ল ম্যাকহিউ। গত ইন্ডিয়ান সুপার লিগে দলের হয়ে খেলেছিলেন প্রায় কুড়িটি ম্যাচ। যার মধ্যে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ও ছিল এই আইরিশ তারকার। সেইসাথে যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন ভারতীয় তারকা রাউলিন বর্জেস। মাঝমাঠে প্রতিপক্ষ দলের আক্রমণ প্রতিরোধ স্প্যানিশ কোচের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু নয়া সিজনে তাঁকে রিলিজ করেছে গোয়া শিবির।
তবে বাকি দুই ফুটবলার তথা গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমনি এবং অ্যারেন ডি’সিলভাকে রিলিজ করার কথা আগেই শোনা যাচ্ছিল বিভিন্ন মাধ্যমের তরফে থেকে। সেটাই হল শেষ পর্যন্ত। এবার নয়া ফুটবলারদের দলে নিয়েই এএফসির মঞ্চে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে দেশের এই ফুটবল দলের।