HomeSports Newsচেন্নাইয়িন ম্যাচ নিয়ে আশাবাদী মানোলো, কী বললেন?

চেন্নাইয়িন ম্যাচ নিয়ে আশাবাদী মানোলো, কী বললেন?

- Advertisement -

বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরে পরবর্তী ম্যাচ খেলতে নামবে এফসি গোয়া (FC Goa)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী চেন্নাইয়িন এফসি। মুম্বাই ম্যাচের হতাশা ভুলে এখন এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আর্মান্দো সাদিকুদের। এই ম্যাচে জয় পেলেই পয়েন্ট টেবিলের বেশ কিছুটা উপরে চলে আসবে আইএসএলের এই ফুটবল দল। তাই অ্যাওয়ে ম্যাচ হলেও প্রতিপক্ষকে টেক্কা দিয়ে তিন পয়েন্ট ঘরে তোলাই প্রধান উদ্দেশ্য থাকবে সকলের। কিন্তু নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়িন যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা ভালো মতোই জানেন সকলে।

সেইমতো নিজের একাদশ সাজাতে চাইবেন গোয়া তথা জাতীয় দলের এই কোচ। ম্যাচের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানিয়ে গেলেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানোলো মার্কুয়েজ বলেন, ” ফুটবলের সবচেয়ে কঠিনতম কাজ হল পরিস্থিতির বদল ঘটানো। যদি নিজের দল জয়ের মধ্যে থাকে। সেক্ষেত্রে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়‌। আমি অনেক সময় রসিকতা করে বলি, নিজের দল যখন ক্রমাগত জয়ের মধ্যে থাকে তখন আলাদাই পরিস্থিতি তৈরি হয়। তখন নিজে মাঠে নেমে ও খেলা যায়।”

   

তিনি আরও বলেন, “তবে আমার দলে যথেষ্ট ভালো ফুটবলার রয়েছে। সকলেই দেখতে পাবেন, এই পরিস্থিতিতে সকলেই ছন্দ ফেরাতে চাইছে। আমি আশাবাদী আমাদের দলের ফুটবলাররা পরিকল্পনা অনুযায়ী সেটা করতে সক্ষম হবে। জানি আগের সপ্তাহে ও আমি এই একই কথাই বলেছি। তবে আমরা এখনও টুর্নামেন্টের প্রথমদিকে রয়েছি। তাছাড়া চোট আঘাতের সমস্যা মিটিয়ে আমরা দলের বেশকিছু ফুটবলারদের পুনরায় ম্যাচ ফিট করে তুলতে চাইছি। আমি বিশ্বাস করি, গোয়ার এবার যথেষ্ট ভালো মরসুম কাটবে। সকলেই সেইমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

উল্লেখ্য, গত ইস্টবেঙ্গল ম্যাচের পর থেকে এখনও জয়ের ফিরতে পারেনি বোরহা হেরেরার ফুটবল ক্লাব। নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে দুরন্ত ফুটবল খেললে ও সেবার পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছিল সকলকে। তারপর পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির কাছে জোর ধাক্কা খেতে হয়েছিল জয় গুপ্তাদের‌। সেক্ষেত্রে কিছুটা হলেও চাপ থাকবে এফসি গোয়ার। এই পরিস্থিতিতে দক্ষিণের এই ফুটবল ক্লাবের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবতে চাইছেন না মানোলো।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular