গত আইএসএলে চূড়ান্ত সাফল্য না আসলেও সাফল্যের দাবিদার হিসেবে উঠে এসেছিল এফসি গোয়া (FC Goa)। পরবর্তীতে শক্তিশালী জামশেদপুর এফসিকে হেলায় হারিয়ে তাঁরা জয় করেছিল কলিঙ্গ সুপার কাপ। যারফলে এবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পেয়েছিল দেশের প্রথম সারির এই ফুটবল দল।
সেখানে জয় না আসলেও নজরকাড়া পারফরম্যান্স ছিল ভারতের এই দলের। পাশাপাশি দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট পুনরায় জয় করার চ্যালেঞ্জ ছিল সকলের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল দলকে হারিয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে গোয়া।
তৃণমূলের হুমকি খাওয়া আরএসএস কর্মী নিখোঁজ! অগ্নিগর্ভ নানুর
যেটা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের। এই ধারা বজায় রাখারই লক্ষ্য ছিল দলের সকল ফুটবলারদের। কিন্তু শেষ কয়েক মাস ধরে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে ছিল আইএসএল। যারফলে এই দলের হয়ে খেলা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছিল একাধিক বিদেশি ফুটবলারদের মধ্যে।
এমন পরিস্থিতিতে দল ছাড়তে বাধ্য হয়েছেন জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে বোরহা হেরেরা, ডেভিড টিমোর, ইকের গ্যারেক্সোনার মতো ভরসাযোগ্য ফুটবলাররা। এদের চলে যাওয়া নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা দলের কাছে। আসলে নিজেদের বিরাট ক্ষতির হাত থেকে বাঁচাতেই এই সমস্ত হাইপ্রোফাইল ফুটবলারদের ছাড়তে বাধ্য হয়েছে ম্যানেজমেন্ট।
তাঁদের অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সে। কিন্তু এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এবার নিজের এই পুরনো দলের ফিরতে চলেছেন জাতীয় দলের এক ফুটবলার। তিনি ঈশান পন্ডিতা।
বর্তমান সময়ে দাঁড়িয়ে সুপারলিগ কেরালার ফুটবল ক্লাব মালাপ্পুরম এফসির হয়ে খেলতে দেখা গিয়েছিল এই ভারতীয় ফরোয়ার্ডকে। শোনা যাচ্ছে এবার স্বল্প মেয়াদী চুক্তিতে মানোলো মার্কেজের এফসি গোয়ায় ফিরতে চলেছেন ঈশান। যেটা নিঃসন্দেহে চমক থাকবে সকলের কাছেই।
বলাবাহুল্য, গত ২০২০-২০২১ সালে এফসি গোয়ার পাশাপাশি জাতীয় শিবিরে যথেষ্ট নজর কেড়েছিলেন দিল্লির এই ফুটবলার। পরবর্তীতে জামশেদপুর এফসির পাশাপাশি দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের হয়ে ও খেলেছিলেন তিনি।
যদিও সেখানে খুব একটা নজর কাড়তে না পারায় চলে গিয়েছিলেন সুপার লিগ কেরালায়। এবারের এই আইএসএলে টানা দুইবার সুপার কাপ জয়ীদের দলের জার্সিতে খেলতে দেখা যেতে চলেছে তাঁকে। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই হয়তো তাঁর নাম ঘোষনা করবে গোয়া।
