অস্কারকে নিতে আগ্ৰহী আইএসএলের এই ক্লাব, যেতে চাইবেন?

চলতি আইএসএল মরসুমের শুরুটা একেবারেই ভালো ছিল না ইমামি ইস্টবেঙ্গলের। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এখানে ও পরাজিত হতে হয়েছিল টানা ছয়টি…

FC Goa Interested in Signing Oscar Bruzon for New Season: Will He Leave East Bengal?

চলতি আইএসএল মরসুমের শুরুটা একেবারেই ভালো ছিল না ইমামি ইস্টবেঙ্গলের। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এখানে ও পরাজিত হতে হয়েছিল টানা ছয়টি ম্যাচ। এমন পরিস্থিতিতে তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে। এমনকি গ্যালারি থেকে ও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল গতবারের সুপার কাপ জয়ী এই স্প্যানিশ কোচকে। পরবর্তীতে নিজেই দলের দায়িত্ব থেকে সরে আসেন কুয়াদ্রাত। তারপরেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয় অস্কার ব্রুজনের (Oscar Bruzon) হাতে।

   

বলাবাহুল্য, ভারতীয় ক্লাব ফুটবলে খুব একটা নতুন নন এই হাইপ্রোফাইল কোচ। আইলিগের ক্লাব স্পোটিং ক্লুব গোয়া থেকে শুরু করে পরবর্তীতে মুম্বাই সিটির সঙ্গে যুক্ত ছিলেন অস্কার। উভয় ক্ষেত্রেই যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশের বসুন্ধরা কিংসের দায়িত্বে আসার পর দুরন্ত সাফল্য পান এই বিদেশি কোচ। সেই সমস্ত কিছু মাথায় রেখেই এবার তাঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছে লাল-হলুদ‌ ব্রিগেড। কলকাতার প্রধানের দায়িত্ব আসার পর থেকে এখনও পর্যন্ত এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বে ভালো পারফরম্যান্স করেছে ময়দানের এই প্রধান। আইএসএলে দল জয়ের মুখ দেখলে ও সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে।

সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। পাশাপাশি পছন্দ অনুযায়ী ফুটবলার পাওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে ও যথেষ্ট হতাশ অস্কার ব্রুজন‌। এই পরিস্থিতিতে পরবর্তী মরসুমে আদৌও তাঁকে দলের দায়িত্ব রাখা হবে কিনা সেই নিয়ে ও তৈরি হয়েছে ধোঁয়াশা। চুক্তি অনুযায়ী এই নতুন বছরের মে মাসের শেষদিন পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে লাল-হলুদ শিবিরের। সেক্ষেত্রে ম্যানেজমেন্টের তরফে আদৌ তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য।

বিশেষ সূত্র মারফত খবর, নয়া ফুটবল সিজনের জন্য নাকি অস্কার ব্রুজনকে নিয়ে আগ্ৰহ প্রকাশ করেছে বোরহা হেরেরাদের এফসি গোয়া ফুটবল ক্লাব। বর্তমানে মানোলো মার্কুয়েজ এই দলের দায়িত্বে থাকলে ও ফুটবল ক্লাবের পাশাপাশি ভারতের জাতীয় ফুটবল দলের ও দায়িত্বে রয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই উভয় দিক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে গোয়া দলের হয়ে নিজের অন্তিম সিজনের দায়িত্ব পালন করছেন মানোলো।

এমন পরিস্থিতিতে নয়া কোচ চূড়ান্ত করার জন্য একাধিক হাইপ্রোফাইলের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে অস্কার ব্রুজনের নাম। তবে ইস্টবেঙ্গল ছেড়ে আদৌও তিনি অন্যত্র যেতে রাজি হবেন কিনা‌ এখন সেটাই দেখার বিষয়।