সাফল্য দিয়েই নয়া ফুটবল সিজন শুরু করল এফসি গোয়া (FC Goa)। গতবছর অনবদ্য লড়াই করে ও আহামরি পারফরম্যান্স করতে পারেনি মানোলো মার্কুয়েজের ছেলেরা। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সেই হতাশা ভুলে নতুন মরসুমে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল এই হেভিওয়েট ফুটবল ক্লাবের। সেটাই হল এবার। বান্দোতকার মেমোরিয়াল ট্রফি (Bandotkar Memorial Trophy) জয় করেই ফুটবল মরসুম শুরু করল রাওলিন বর্জেস’রা।
নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে ফতৌদা স্টেডিয়ামে বান্দোতকার ফাইনাল খেলতে নেমেছিল গোয়া ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল সার্জিও লোবেরার ওডিশা এফসি। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই আন্দাজ করতে পেরেছিল সকলে। তাই শুরু থেকেই হার না মানার লড়াই ছিল উভয়পক্ষের। তবে ম্যাচের ঠিক ১৮ মিনিটের মাথায় প্রথম গোল তুলে নেয় জগন্নাথের রাজ্যের ক্লাব। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে যান হুগো বুমোস।
তারপর থেকেই ক্রমশ চাপ বাড়াতে থাকে গোয়া শিবির। সুযোগ বুঝে পাল্টা আক্রমণে উঠে ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে ওডিশা। তাঁর মাঝেই ৩৪ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান আর্মান্দো সাদিকু। তারপর প্রথমার্ধের শেষ কোয়ার্টারে এসে বল জালে জড়িয়ে দেন দেজান ড্রাজিচ। এবার এগিয়ে যায় এফসি গোয়া। প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকে আইএসএলের এই ফুটবল ক্লাব।
কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই পেনাল্টি পেয়ে বসে ওডিশা। সেখান থেকেই দলকে সমতায় ফেরান আহমেদ জাহু। তারপর ৫৪ মিনিটে রহিম আলির অনবদ্য গোলে এগিয়ে যায় লোবেরার দল। কিন্তু ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে গোয়াকে খেলায় ফেরান সেই সাদিকু্। পরবর্তীতে টাইব্রেকারে চলে যায় ম্যাচ। সেখানেই দক্ষতার সাথে ৩-১ গোলের ব্যবধানে আসে সাফল্য।