Ayush Chhetri: এফসি গোয়ায় যোগ দিলেন আইজলের তারকা ফুটবলার

Ayush Chhetri

তিন বছরের চুক্তিতে এফসি গোয়ায় যোগদান করলেন আয়ুশ ছেত্রী (Ayush Chhetri)। ক্লাবের তরফে এই খবর কনফার্ম করা হয়েছে। ২০২৫ সাল অবধি অরেঞ্জ জার্সিতে দেখা যাবে তাকে।

চুক্তি মেটার পর আয়ুশ জানিয়েছেন, ” দেশের সেরা ক্লাবের অন‍্যতম একটি এফসি গোয়া,আমি এই দলে যোগদান করতে পেরে দারুণ খুশি।আইএসএলে খেলা স্বপ্ন ছিলো, এবং এফসি গোয়া আমায় ক্লাবে নিয়ে আমার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ায় আমি অত্যন্ত খুশি।

   

একজন মিডফিল্ডার হিসেবে খেলার সূত্রে বলের উপর দখল রাখাটা দারুণ উপভোগ করি।আর এই ক্লাব এমনটাই খেলার ভাবাদর্শে বিশ্বাসী, আর এই বিষয়টা অত্যন্ত উপভোগ করি আমি।ম‍্যানেজমেন্ট আমায় জানিয়েছেন এবছর আমি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছি তাদের পরিকল্পনা অনুযায়ী । আমি এমন কিছু’রই প্রত‍্যাশা করেছিলাম।

এফসি গোয়ার ফ‍্যানেদের আমি খুব ভালোবাসি।আমি দেখেছি ওরা ক্লাব এবং ফুটবলার’দের কতোটা ভালোবাসে।আমি তাদের পরিবারের অংশীদার হতে পেরে দারুণ আনন্দিত।আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো,বরাবর নিজের সেরাটা দেওয়ার’ই লক্ষ‍্য থাকবে আমার।আশা রাখছি খুব শীঘ্রই ফাতোরদায় দেখা হবে আমাদের।”

মিজোরামে জন্মগ্রহণ করা এই ফুটবলার মাত্র ৫ বছর বয়সে খেলা শুরু করেন।হিরো ইউথ লিগে আইজলের হয়ে খেলাকালীণ সকলের নজর কাড়েন।এরপর ধারাবাহিক ভাবে ভালো খেলে জায়গা করে নেন সিনিয়র দলে।২০২১-২২মরসুমে অভিষেক করেন আইলিগে।এবার সেখান থেকে সোজা আইএসএলে।তার নয়া জার্নি’র দিকে নজর থাকবে ফুটবল বোদ্ধাদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন