Manolo Marquez: মোহনবাগান ও মুম্বই প্রসঙ্গে কী বলছেন মার্কেজ? জানুন

FC Goa coach Manolo Marquez

গত রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে আইএসএলের ফাইনালে উঠেছে মোহনবাগান সুপারজায়ান্টস। যা নিয়ে খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। আজ পরবর্তী সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া। উল্লেখ্য, প্রথম লেগে ফতৌদা স্টেডিয়ামে দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও জয় সুনিশ্চিত করতে পারেনি মানালো মার্কেজের (Manolo Marquez) এফসি গোয়া। শেষ মুহূর্তে এসে জয় ছিনিয়ে নিয়েছে মুম্বাই। এবার অ্যাওয়ে ম্যাচে তাদেরকে হারানোর চ্যালেঞ্জ গোয়া শিবিরের।

Advertisements

লড়াইটা যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানেন জয় গুপ্তা থেকে শুরু করে কার্ল ম্যাকহিউরা। অন্যদিকে,প্রথম সেমিফাইনালের মত দ্বিতীয় সেমিফাইনালে ও দাপটের সাথে জয় পাওয়ার লক্ষ্য থাকবে পেট্রো ক্র্যাটকির ছেলেদের। তবে এই ম্যাচের আগেই আইএসএলের দুই শক্তিশালী ক্লাবকে সমীহ করছেন আইএসএল জয়ী কোচ মানালো মার্কেজ। তিনি বলেন, বহুদিন পর আমরা আবার সেমিফাইনালে, কিন্তু আমাদের উচ্চাভিলাষী হতে হবে। আমি মনে করি, মোহনবাগান, এবং মুম্বাই অনেকটা রিয়াল এবং বার্সেলোনার মতো। তাদের টেক্কা দেওয়া যথেষ্ট কঠিন।

Advertisements

এছাড়াও তিনি বলেন, গত কয়েক বছরে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান দলের পারফরম্যান্স যথেষ্ট প্রশংসনীয় থেকেছে। এবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে রয়েছে। তবে আমাদের ছেলেরাও নিজেদের সেরাটা দিয়ে সাফল্য পাওয়ার চেষ্টা করবে