FC Goa: নেমিলকে নিয়ে আশাবাদী মানালো মার্কেজ, কী বললেন?

FC Goa, Manolo Márquez, Muhammed Nemil

গতবারের আইএসএল থেকেই শক্তি ফিরতে শুরু করেছিল এফসি গোয়ার (FC Goa )। বিশেষ করে আইএসএল জয়ী কোচ মানালো মার্কেজের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই নতুন করে সেজে ওঠে গোয়া শিবির। একাধিক বদল আনা হয় দলের মধ্যে। যারফলে, অনায়াসেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল এই ফুটবল ক্লাব।

যদিও মুম্বাইয়ের কাছে পরাজিত হয়ে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয় তাদের। কিন্তু নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে এই ফুটবল ক্লাব। তাই মানালোর নির্দেশ মেনেই গড়ে উঠছে দল। সেজন্য মরশুমের মাঝামাঝি সময় থেকেই বোরহা হেরেরার পাশাপাশি একাধিক ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ায় দল।

   

এছাড়াও গত কয়েকদিন আগে জয় গুপ্তার সাথে ও দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে এফসি গোয়া। এছাড়াও বেশকিছু বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছে ক্লাব। আগামী কয়েকদিনের মধ্যেই তাদের যোগদানের কথা ঘোষণা করতে পারে আইএসএলের এই দাপুটে দল। তাছাড়া দলের তরুণ মিডফিল্ডার মহম্মদ নেমিলকে ও রাখা হচ্ছে নতুন সিজনে।

এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন গোয়া দলের কোচ। তিনি বলেন, নেমিল একজন ব্যক্তিক্রমী ফুটবলার। সেটা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। দুই পায়ের দক্ষতার পাশাপাশি শট অন টার্গেট রাখার ক্ষেত্রে ও যথেষ্ট পারদর্শী। তারা ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম উদ্দেশ্য।

তিনি আরো বলেন, তার সঙ্গে দলের চুক্তি বাড়ানোর পরিকল্পনা যথেষ্ট ফলপ্রসূ হতে পারে। আমরা বিশ্বাস করি নতুন সিজনে নেমিল দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠবেন। বলাবাহুল্য, গত সিজনে সেভাবে সুযোগ না পেলেও এবার তাকে সামনে রেখেই হয়ত প্রথম একাদশ সাজাতে চাইছে ম্যানেজমেন্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন