মরসুম শেষে ট্রফি জয় এফসি গোয়ার (FC Goa)। সূচি অনুসারে এদিন সন্ধ্যায় সুপার কাপের ফাইনাল (Super Cup Final) ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে এই খেতাব ছিনিয়ে নিল গোয়ার এই ফুটবল ক্লাব। দলের হয়ে এদিন জোড়া গোল করেন বোরহা হেরেরা। শেষে একটি গোল পান দিজন ড্রাজিচ। তাঁদের দাপটেই কার্যত ছারখার হয়ে যায় জামশেদপুর এফসি। যারফলে আগামী মরসুমে ভারতের দ্বিতীয় ফুটবল ক্লাব হিসেবে এএফসির টুর্নামেন্টে অংশ নিতে চলেছে এফসি গোয়া।
Also Read | নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। বলাবাহুল্য, এদিন ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল ইকের গ্যারেক্সোনা থেকে শুরু করে কার্ল ম্যাকহিউয়ের মতো ফুটবলাররা। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি জামশেদপুর। বিশেষ করে মাঝমাঠ থেকে আক্রমণ সংগঠিত করে বারংবার গোয়ার রক্ষণভাগে হানা দিয়েছিলেন জাভিয়ের সিভেরিও টোরোরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং ২২ মিনিটের মাথায় প্রতিআক্রমণে উঠে আসতে শুরু করেছিল উদান্তা সিংয়ের মতো ফুটবলাররা। দলের বিপদ বুঝতে পেরেই ঝাঁপ দিয়ে কোনওরকমে আক্রমণ প্রতিহত করেছিলেন জামশেদপুরের গোলরক্ষক অ্যালবিনো গোমস।
Also Read | বাংলাদেশের বাঙালিদের ‘অসভ্য’ বলল বাংলাপক্ষ
কিন্তু বিপদ মুক্ত করা সম্ভব হয়নি। ফিরতি বল সহজেই চলে যায় স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরার কাছে। তারপর সেকেন্ডে পোস্টের কোনা থেকে বল চলে যায় গোলের মধ্যে। যারফলে একটি গোলের ব্যবধানে এগিয়ে যায় এফসি গোয়া। প্রথমার্ধের শেষে সেই গোলেই এগিয়েছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। অপরদিকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়িয়ে গোল তুলে নিতে তৎপর ছিল খালিদ জামিলের ছেলেরা। তবে সেটা সম্ভব হয়নি। বরং ৫১ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোল বক্সের বাইরে থেকে দুরপাল্লার শট নেন বোরহা। যার কোনও জবাব ছিল না অ্যালবিনোর কাছে।
অনায়াসেই দুইটি গোলের ব্যবধানে এগিয়ে যায় গোয়া শিবির। কিন্তু তারপরেও ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেছিল স্টিফেন এজে থেকে শুরু করে রেই তাচিকাওয়ারা। কিন্তু গোয়ার অভেদ্য ডিফেন্স ভেদ করে গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। বরং ম্যাচের শেষ কোয়ার্টারের মধ্যেই দলের হয়ে তৃতীয় গোল করে যান দিজন ড্রাজিচ। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে অতি সহজেই সুপার কাপ জয় করে এফসি গোয়া ফুটবল দল।