আগের মরসুমের মতো এবারের ইন্ডিয়ান সুপার লিগে ও দারুন ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথে নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করে সবুজ-মেরুন। একের পর এক ম্যাচে সহজ জয় তুলে নেয় কলকাতা ময়দানের এই প্রধান। মাঝে কয়েকটি ম্যাচে আটকে যেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি জোসে মোলিনার ছেলেদের। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের বাকি দলগুলিকে পিছনে ফেলে বর্তমানে লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে মেরিনার্সরা। বলতে গেলে এবার ও শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে দিমিত্রি পেত্রাতোসরা।
তবে এক্ষেত্রে তাঁদের অন্যতম প্রতিপক্ষ হিসেবে রয়েছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া দল। বলাবাহুল্য, মোহনবাগানের মতো এই সিজনের শুরুটা তাঁদের ও খুব একটা ভালো হয়নি। প্রথমদিকেই আটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। কিন্তু সময়ের সাথে সাথেই দুরন্ত ছন্দে ধরা দিতে শুরু করে সন্দেশ ঝিঙ্গানরা। গত বুধবার ইন্ডিয়ান সুপার লিগের অ্যাওয়ে ম্যাচে পেট্রো ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নেমেছিল আকাশ সাঙ্গওয়ানরা। সম্পূর্ণ সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় এফসি গোয়া।
এদিন দলের হয়ে জোড়া গোল করেন ইকের গ্যারেক্সোনা। এবং একটি মাত্র গোল করেন বোরহা হেরেরা। অন্যদিকে মুম্বাই সিটি এফসির হয়ে একটি মাত্র গোল করেন লালিয়ানজুয়ালা ছাংতে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান কমালে ও কাজের কাজ তেমন কিছুই হয়নি। বরং মুম্বাই এরিনায় এই ম্যাচে জয় ছিনিয়ে নেওয়ার ফলে লিগ শিল্ড জয়ের দৌড়ে এখনও টিকে থাকল ব্রাইসন ফার্নান্দেজরা। হিসাব অনুযায়ী মোহনবাগানের সঙ্গে এখন ও পর্যন্ত সাত পয়েন্টের পার্থক্য রয়েছে গোয়া দলের। খেতাব জয় অনেকটা কঠিন হলেও একেবারেই অসম্ভব নয়।
তবে এফসি গোয়ার জয় পাওয়ার পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টকে ও পয়েন্ট নষ্ট করতে হবে বেশ কয়েকটি ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজ পাবে গোয়া ব্রিগেড। আগামী ৮ ই মার্চ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের সঙ্গে খেলতে নামবে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগে ও জয় পেতে চাইবেন ইকের গ্যারেক্সোনারা। তবে লড়াইটা যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে।