আগামী বুধবার থেকেই এসিএল চ্যাম্পিয়নশিপ শুরু করছে এফসি গোয়া (FC Goa)। নিজেদের হোম ম্যাচে তাঁদের লড়াই করতে হবে আলজাওরা স্পোর্টস ক্লাবের সঙ্গে। এখন এই ম্যাচ জিতেই আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য থাকবে মানোলো মার্কুয়েজের ছেলেদের। বিগত কয়েক সপ্তাহ ধরে সেইমতো অনুশীলন করেছেন দলের ফুটবলাররা। গতবারের কলিঙ্গ সুপার কাপে চূড়ান্ত সাফল্য পাওয়ার পর এবার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করতে মরিয়া দলের সকল ফুটবলাররা। তাছাড়াও এসিএলের কথা মাথায় রেখে এবার একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের দলে টেনেছে আইএসএলের এই ক্লাব।
Also Read | Mohun Bagan SG : যুবভারতীতে ACL টুতে মিশন শুরু বাগানের, অনিশ্চিত এই ফুটবলার! জানালেন মোলিনা
তাঁদের দিকে ও বিশেষ নজর থাকবে সকলের । অবশেষে গত সোমবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইটে এএফসির জন্য পূর্ন স্কোয়াড ঘোষণা করল এফসি গোয়া। সেই অনুযায়ী দলের গোলরক্ষক হিসেবে থাকছেন হৃতিক তিওয়ারি, লারা শর্মা, বব জ্যাকসন, লিওনেল রিমেই। ডিফেন্ডার হিসেবে থাকছেন যথাক্রমে আকাশ সাংওয়ান, সন্দেশ ঝিঙ্গান, সিট্রয় কারভালহো, পিওএল মোরেনো, নিম দর্জি, রনি উইলসন, সেরিটন ফার্নান্দেজ, বরিস সিং, জেরি লালরিনজুয়ালা, ডেভিস ফার্নান্দেস। এছাড়াও মাঝমাঠে ও থাকছে বাড়তি নজর।
Also Read | Jerry Lalrinzuala: জয়কে বিদায় জানিয়ে এবার জেরিকে দলে টানল এফসি গোয়া
সেইমতো মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন যথাক্রমে সাহিল টাভোরা, হর্ষ পাত্রে, ডেভিড টিমোর, প্রচিত গাওঙ্কার, আয়ুষ ছেত্রী, বোরহা হেরেরা, ব্রাইসন ফার্নান্দেজ, দেজান ড্রাজিচ, উদান্তা সিং, মহম্মদ ইয়াসির, আব্দুল রাবীহ। ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন জাভিয়ের সিভেরিও টোরো, মুহাম্মদ নিমিল এবং ইকের গ্যারেক্সোনা। এই সমস্ত খেলোয়াড়দের নিয়েই এবার চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা রয়েছে গোয়া ব্রিগেডের।