কার্যক্রম বন্ধের ঘোষণার পর আইএসএল শুরু হলে কোন পথে এফসি গোয়া

super-cup-semifinal-fc-goa-beat-mumbai-city-reach-final

আইএসএলের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তার কারণে সমস্ত কার্যক্রম বন্ধের ইঙ্গিত দিয়েছিল FC Goa। তবে ১৪ ফেব্রুয়ারি থেকে Indian Super League শুরুর সম্ভাবনা তৈরি হওয়ায় এখন নতুন সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ফুটবল মহল।

ঘন্টা কয়েক আগেই আইএসএল নিয়ে সামনে এসেছে নয়া তথ্য। জানা গিয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকেই শুরু হতে পারে এই টুর্নামেন্ট। এক্ষেত্রে এখনও পর্যন্ত ম্যাচ আয়োজনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে গোয়া। যদিও এই নিয়ে নাকি আপত্তি রয়েছে বেশ কিছু ফুটবল দলের। খুব শীঘ্রই হয়তো স্পষ্ট হবে সেই বিষয়টি। তবে এসবের মাঝেই আজ সামনে এসেছিল এফসি গোয়ার কথা। জানা গিয়েছিল যে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগের অনিশ্চয়তার কথা মাথায় রেখে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে এই ম্যানেজমেন্ট।

   

নিরাপত্তার কারণে ভারতে খেলবে না বাংলাদেশ! নাকি নেপথ্যে…

যেখানে নিজেদের দলের যাবতীয় কার্যকলাপ বন্ধের কথা উঠে এসেছিল তাঁদের সিইও রবি পুষ্কুরের তরফে। যা রীতিমতো চমকে দিয়েছিল সকলকে। বলাবাহুল্য, গত কয়েক সিজন ধরেই ক্লাব ফুটবলে অভূতপূর্ব পারফরম্যান্স করে আসছে মানোলো মার্কেজের এফসি গোয়া। আগের মরসুমে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল চ্যাম্পিয়ন হওয়া তাঁদের পক্ষে সম্ভব না হলেও পরবর্তীতে সর্বভারতীয় কাপ টুর্নামেন্টে অনবদ্য পারফরম্যান্স ছিল এই ফুটবল দলের। শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে খেতাব ঘরে তুলেছিল এই দল।

বাংলাদেশে সংখ্যালঘু অধিনায়কের প্রসঙ্গে টেনে উল্টো সুর এই নেতার

যারফলে এবার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র এসে গিয়েছিল তাঁদের কাছে। এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গ্রুপ পর্বে দল জয়ের মুখ না দেখলেও আল নাসের থেকে শুরু করে আল-জাওরার মতো শক্তিশালী দল গুলির বিপক্ষে যথেষ্ট দাপুটে ফুটবল খেলেছিলেন সন্দেশ ঝিঙ্গানরা। এমনকি গতবারের মতো এবারও এই সুপার কাপ নিজেদের ঘরে রাখার চ্যালেঞ্জ ছিল তাঁদের কাছে। সেখানেও বাজিমাত করেছিল মানোলোর ছেলেরা। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে পরাজিত করে এই খেতাব লাভ করেছে গোয়া।

কিকস্টার্টকে গোলের মালা মহিলা মশাল ব্রিগেডের

বলতে গেলে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মোহনবাগান সুপার জায়ান্টের পর দেশের অন্যতম সফল ও শক্তিশালী ক্লাব হিসেবে উঠে এসেছে গোয়া শিবির। তাঁদের ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছিল সকলকে। তবে আইএসএলের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এবার কোন পথে হাঁটে এফসি গোয়া এখন সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন