ফাজিলের গোল! বিদেশের মাটিতে প্রথম জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল

East Bengal Women’s First-Ever AFC Champions League Win
East Bengal Women’s First-Ever AFC Champions League Win

ভারতীয় ক্লাব ফুটবলে সাফল্যের পর এবার বিদেশের মাটিতে ও দারুন ছন্দে ইস্টবেঙ্গলের মহিলা (East Bengal Women) দল। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সন্ধ্যায় কম্বোডিয়ায় এএফসির ওমেন্স চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মশাল কন্যারা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল নম পেন ক্রাউন এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল মশাল কন্যারা। দলের হয়ে একটিমাত্র গোল করেন বিদেশি ফুটবলার ফাজিলা ইকওয়াপুথ। তাঁর গোলেই এবার প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। এই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের সকল ফুটবলারদের।

উল্লেখ্য, এদিন ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট সাবধানী মেজাজে দেখা গিয়েছিল লাল-হলুদের মহিলা ফুটবলারদের। আসলে প্রতিপক্ষ দলের বিপক্ষে গোল তুলে আনা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানতেন ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। তাই সবদিক মাথায় রেখেই রণকৌশল সাজিয়েছিলেন গতবারের আইলিগ জয়ী কোচ। রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি সুযোগ বুঝে প্রতি আক্রমণে উঠে আসতে ছাড়েনি সিল্কি দেবীরা। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে তৎপর ছিল মশাল ব্রিগেড।

   

তারপর ম্যাচের পঞ্চম কোয়ার্টারে আসে গোল। ৭০ মিনিটের মাথায় রেস্টি নানজিরির অ্যাসিস্ট থেকে গোল করে যান ফাজিলা। প্রতি আক্রমণে উঠে গোল তুলে নেওয়ার কোনও জবাব ছিল না প্রতিপক্ষের কাছে। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে আসে জয়। যারফলে সৃষ্টি হয় ইতিহাস। প্রথমবারের মতো বিদেশের চ্যাম্পিয়ন দলকে পরাজিত করল মশাল কন্যারা। এক কথায় যা বিরাট সাফল্য। আগামী দিনে এই ছন্দ বজায় রাখাই অন্যতম লক্ষ্য লাল-হলুদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন