বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ, দেশে ফিরছেন সর্বকনিষ্ঠ অধিনায়ক

৩ অক্টোবর থেকে সুদূর আরব আরব আমির শাহিতে শুরু হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরু থেকে সব কিছু ঠিক ঠাক থাকলেও, হটাৎই দুঃসংবাদ। যার ফলে বিশ্বকাপের মাঝেই দেশে ফিরতে হচ্ছে খোদ অধিনায়ককে। সেই দেশের বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সম্ভবত আগামী ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক।

আরও পড়ুন : সপ্তমীর রাতে ফুটলের মহারণ! এমবাপে, হ্যারি কেন আর কে কে খেলবেন ?

   

বিশ্বকাপের গ্রূপ পর্বের দুই ম্যাচ বাকি থাকতে থাকতেই দেশে ফিরছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। জানা গিয়েছে তাঁর বাবার মৃত্য়ু হয়েছে। সেকারণেই বিশ্বকাপের মধ্যে দলকে ছেড়ে দেশে ফিরছেন তিনি। ফাতিমা সানার জীবনে এক বড় ধাক্কা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামতে পারবেন না ফাতিমা। তবে দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ফাতিমা সানার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন মুনিবা আলি।

আরও পড়ুন : ভারতীয় ফুটবল দলকে কেন ‘ব্লু টাইগার্স’ বলা হয় জানেন ? রইল চমকপ্রদ তথ্য

বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে রয়েছে পাকিস্তান। জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেনা তাঁরা। যদিও শেষ ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছে ভারতের প্রতিবেশী দেশ। তাই আগামী ম্যাচে সানার অনুপস্থিতি পাকিস্তানের কাছে একটি বড় ধাক্কা হতে পারে। কারণ গত রবিবার পাকিস্তান ভারতের কাছে হারলেও ফাতিমা সানার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাই পাকিস্তানকে সেমিফাইনালের দৌড় সহজ করতে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে। যদিও এক ম্যাচ জিতলেও সুযোগ থাকবে। পাশাপাশি এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে নজর কেড়েছেন ফাতিমা সানা। তাঁর বয়স মাত্র ২২ বছর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleহতবাক টেনিস বিশ্ব! ৩৮ শেই অবসর ঘোষণা নাদালের
Next articleকাওয়াসাকি লঞ্চ করল ‘দুর্ধর্ষ’ ক্রুজার বাইক, সবটা জানলে কিনতে চাইবেন আপনিও
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।