বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ, দেশে ফিরছেন সর্বকনিষ্ঠ অধিনায়ক

৩ অক্টোবর থেকে সুদূর আরব আরব আমির শাহিতে শুরু হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরু থেকে সব কিছু ঠিক ঠাক থাকলেও, হটাৎই দুঃসংবাদ। যার ফলে বিশ্বকাপের…

ICC Womens T20 World Cup বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ, দেশে ফিরছেন সর্বকনিষ্ঠ অধিনায়ক

৩ অক্টোবর থেকে সুদূর আরব আরব আমির শাহিতে শুরু হয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরু থেকে সব কিছু ঠিক ঠাক থাকলেও, হটাৎই দুঃসংবাদ। যার ফলে বিশ্বকাপের মাঝেই দেশে ফিরতে হচ্ছে খোদ অধিনায়ককে। সেই দেশের বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সম্ভবত আগামী ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক।

আরও পড়ুন : সপ্তমীর রাতে ফুটলের মহারণ! এমবাপে, হ্যারি কেন আর কে কে খেলবেন ?

   

বিশ্বকাপের গ্রূপ পর্বের দুই ম্যাচ বাকি থাকতে থাকতেই দেশে ফিরছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। জানা গিয়েছে তাঁর বাবার মৃত্য়ু হয়েছে। সেকারণেই বিশ্বকাপের মধ্যে দলকে ছেড়ে দেশে ফিরছেন তিনি। ফাতিমা সানার জীবনে এক বড় ধাক্কা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামতে পারবেন না ফাতিমা। তবে দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ফাতিমা সানার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন মুনিবা আলি।

আরও পড়ুন : ভারতীয় ফুটবল দলকে কেন ‘ব্লু টাইগার্স’ বলা হয় জানেন ? রইল চমকপ্রদ তথ্য

বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে রয়েছে পাকিস্তান। জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেনা তাঁরা। যদিও শেষ ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছে ভারতের প্রতিবেশী দেশ। তাই আগামী ম্যাচে সানার অনুপস্থিতি পাকিস্তানের কাছে একটি বড় ধাক্কা হতে পারে। কারণ গত রবিবার পাকিস্তান ভারতের কাছে হারলেও ফাতিমা সানার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তাই পাকিস্তানকে সেমিফাইনালের দৌড় সহজ করতে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে। যদিও এক ম্যাচ জিতলেও সুযোগ থাকবে। পাশাপাশি এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়ে নজর কেড়েছেন ফাতিমা সানা। তাঁর বয়স মাত্র ২২ বছর।