Monday, December 8, 2025
HomeSports NewsEmami East Bengal jersey: ‘বিতর্কিত’ ইমামি ইস্টবেঙ্গল জার্সির 'ফাস্ট লুক' প্রকাশ্যে

Emami East Bengal jersey: ‘বিতর্কিত’ ইমামি ইস্টবেঙ্গল জার্সির ‘ফাস্ট লুক’ প্রকাশ্যে

- Advertisement -

সমস্ত জল্পনার অবসান ঘটল, সঙ্গে আর এক নতুন বিতর্কের জন্ম দিলো। বৃ্হস্পতিবার প্রকাশ্যে আসলো ইমামি ইস্টবেঙ্গল এফসির (Emami East Bengal) নতুন জার্সি। এই জার্সি পড়েই ২০২২-২৩ ফুটবল সিজনে ইন্ডিয়ান সুপার লিগে লাল হলুদ ব্রিগেড খেলতে নামবে ‘লাস্ট বয়ে’র তকমা ঝেড়ে ফেলার লক্ষ্যকে সামনে রেখে।

হোম ,অ্যাওয় এবং তৃতীয় জার্সির ‘ফাস্ট লুক’ এদিন ধরা পড়েছে। নতুন জার্সি প্রকাশের সঙ্গে যে বিতর্ক জন্ম নিয়েছে তা মারাত্মক, অভিযোগের মাত্রা গুরুতর। লাল হলুদ জার্সিতে বড় বড় অক্ষরে লেখা ‘1XBAT sporting lines।’ এই সংস্থা ২০২২-২৩ মরসুমে ইমামি ইস্টবেঙ্গলের নতুন প্রিন্সিপাল স্পনসর হয়েছে। আর এখানেই যত বিতর্কের শুরু।

   

বিতর্কের কারন, নতুন প্রিন্সিপাল স্পনসর 1XBAT sporting lines একটি অনলাইন জুয়া(বেটিং এবং গ্যামলিং ওয়েবসাইট) পরিচালন প্রতিষ্ঠান। যত বিতর্ক এই স্পনসর নিয়ে।

মালয়েশিয়ার এই কোম্পানির এডমিন বাংলাদেশি মালয়েশিয়ান। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ প্রশাসন থেকে মামলা রুজু করা হয়েছে। বাংলাদেশ পুলিস সূত্রে খবর,এই অনলাইন জুয়ার মালিক সুপার এডমিন একজন বাংলাদেশি মালেশিয়ান, ওই ব্যক্তিই অনলাইন জুয়ার ওয়েবসাইটের ডোমিন এবং ওই এডমিন মালয়েশিয়া থেকে এই অনলাইন জুয়া পরিচালিত করে থাকে।

তদন্ত করে একজন সুপার এজেন্টকে হেফাজতে নেওয়া হয়েছে স্বীকার করেছে বাংলাদেশ পুলিস।এরকম আরও সুপার এজেন্ট রয়েছে এমন সম্ভাবনাকে উড়িয়ে দেয়নি পুলিস। বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের। এই চুক্তির জোরে ঢাকা এই অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড বাংলাদেশি মালয়েশিয়ান সুপার এডমিনকে বাংলাদেশে নিয়ে আসার তোরজোড় শুরু করেছে।

বৃ্হস্পতিবার, ইমামি ইস্টবেঙ্গল টুইট পোস্টে জানায়,”লাল এবং সোনার পরিবারে @1xBatSporting কে স্বাগত জানাই! আমরা ঘোষণা করতে পেরে গর্বিত যে নিউজ পোর্টাল 1xBat স্পোর্টিং লাইনস আসন্ন সিজনের জন্য আমাদের প্রধান স্পনসর হবে। #JoyEastBengal #EmamiEastBengal ” এই পোস্ট সোশাল মিডিয়াতে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে।

ISL টাইটেলশিপে ‘লাস্ট বয়’ লাল হলুদ জার্সিতে লজ্জার এই তকমা সেটে থাকাতে হতাশাগ্রস্ত হয়ে রয়েছে সমর্থকরা, বিষের ওপর গোদ ফোঁড়া নতুন করে পাকিয়ে উঠেছে স্পনসর বিতর্ক,লাল হলুদ সমর্থকদের মুখ থেকে বেরিয়ে আসছে জনপ্রিয় হিন্দি সংগীতের কলি,” যাউ তো যাউ কাহা…

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular