HomeSports Newsজিকসনকে বিদায় জানাল কেরালা, অপেক্ষায় লাল-হলুদ জনতা

জিকসনকে বিদায় জানাল কেরালা, অপেক্ষায় লাল-হলুদ জনতা

- Advertisement -

কয়েক সপ্তাহ ধরেই জিকসন সিংকে (Jeakson Singh Thounaojam) নিয়ে সরগরম থেকেছে দল বদলের বাজার। নতুন মরসুমে তিনি যে আর কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলবেন না সেই ইঙ্গিত মিলেছিল ব্যাপকভাবে। অবশেষে বৃহস্পতিবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ভারতীয় মিডফিল্ডারকে নিয়ে একটি ভিডিও আপলোড করে কেরালা। সেখানেই জানানো হয় তাঁর দল পরিবর্তনের কথা।

সেই ভিডিও সাথে লেখা হয় ‘প্রিয় জ্যাকি, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ! ক্লাব নিশ্চিত করছে যে জিকসন সিংয়ের স্থানান্তরের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে এবং তাঁর ভবিষ্যতের প্রচেষ্টার জন্য তাকে শুভকামনা জানাচ্ছে’। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে ফুটবলপ্রেমীদের কাছে। বর্তমানে এই দাপুটে ফুটবলারকে নিয়ে নয়া ক্লাবের ঘোষনার অপেক্ষায় সকলে।

   

জিকসন সিংকে নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই অনেকটা এগিয়ে থেকেছে ইমামি ইস্টবেঙ্গল। আগেই জানানো হয়েছিল সব ঠিকঠাক থাকলে চার বছরের চুক্তিতে কলকাতার এই হেভিওয়েট দলে যোগদান করতে চলেছেন তিনি। সেটি পরিষ্কার হয়ে যায় তাঁর কলকাতায় পা রাখার পর। বৃহস্পতিবার ভোরেই শহরে এসে গিয়েছেন জাতীয় দলের অন্যতম ভরসাযোগ্য এই মিডফিল্ডার।

শোনা গিয়েছে, তারপরেই শহরের এক বেসরকারি হাসপাতালে মেডিক্যাল চেকআপ করিয়েছেন জিকসন। যারফলে খুব শীঘ্রই তাঁর যোগদানের কথা ঘোষণা করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। এই ফুটবলারের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে ইস্টবেঙ্গল।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular