Faisal Ali: বেঙ্গালুরুতে আরও এক বাঙালি ফুটবলার

Faisal Ali Bengali footballer

একটা সময় ছিল যখন কলকাতার তিন প্রধান মানেই বাঙালি ফুটবলারদের রমরমা। এখন ব্যাপারটা উল্টো। কলকাতা থেকে বাঙালি ফুটবলাররা খেলতে যাচ্ছেন দক্ষিণ ভারতে। যার মধ্যে অন্যতম নাম ফৈজল আলি (Faisal Ali)।

Advertisements

ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইয়ান এফসি পর বেঙ্গালুরু ফুটবল ক্লাবে বাঙালি ফুটবলারদের সংখ্যা বাড়ছে। মোহনবাগান থেকে প্রবীর দাস, মহামেডানের স্পোর্টিং ক্লাব থেকে ফৈজল আলিকে তুলে নিয়েছে সিলিকন ভ্যালির ক্লাবটি। গত কয়েকদিনে বেঙ্গালুরু এফসিতে দুই বাঙালি অর্থাৎ প্রবীর ও হীরা মন্ডলের যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল। যদিও হীরার ব্যাপারটি এখনও নিশ্চিত নয়।

সাদা-কালো ব্রিগেড নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তরুণ ফুটবলার ফৈজল আলিকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছে। বাঙালি উইঙ্গার মহামেডানের হয়ে এই মরশুমে ১৬ ম্যাচে তিনটি গোল রয়েছে।

Advertisements

আই লিগ, ডুরান্ড, কলকাতা লিগ এবং আইএফএ শিল্ড মিলিয়ে আরো সাতটি গোল রয়েছে তার। এমন প্রতিভাবান ফুটবলারকে আইএসএল দল বেঙ্গালুরু এফসি আগের বছরও অফার করেছিল। কিন্তু তিনি যাননি। কলকাতার ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার তিনি দল বদল করলেন।