Carles Cuadrat: ডার্বির আগে বাড়তি নজর, বাগান ম্যাচে মাঠে‌ উঁকি কুয়াদ্রাতের

আগামী ২৯ জুলাই ডুরান্ড কাপের অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)।‌ প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স স্পোর্টস। সেজন্য বহু আগে থেকেই কোচ কার্লেস কুয়াদ্রাতের…

আগামী ২৯ জুলাই ডুরান্ড কাপের অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)।‌ প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স স্পোর্টস। সেজন্য বহু আগে থেকেই কোচ কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছিল দল। গত শুক্রবার রাতে আসন্ন ডুরান্ড কাপের জন্য নিজেদের স্কোয়াড ও ঘোষনা করেছে ইস্টবেঙ্গল। যেখানে সিনিয়রদের পাশাপাশি সুযোগ পেয়েছেন একাধিক তরুণ ফুটবলার।

   

মূলত তিন পয়েন্ট সংগ্ৰহ করেই ডুরান্ড কাপ শুরু করতে চাইবেন কার্লেস কুয়াদ্রাত। যারফলে অনেকটাই আত্মবিশ্বাস বাড়বে দলের ফুটবলারদের। পাশাপাশি আগামী ১৮ই আগস্টের দিকে ও নজর রয়েছে বাংলার ফুটবলপ্রেমীদের। যেখানে গ্ৰুপ পর্বের তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে হবে লাল-হলুদ ব্রিগেডকে।

east bengal Carles Cuadrat

সেইজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গলের হেডস্যার। দলের ফুটবলারদের পাশাপাশি প্রতিপক্ষের দিকে ও বাড়তি নজর রাখছেন তিনি। শনিবার যুবভারতীতে ম্যাচ ও দেখতে আসেন কুয়াদ্রাত। যেখানে ডাউনটাউন হিরোস এফসির বিপক্ষে জয় পেয়ে অভিযান শুরু করেছে মোহনবাগান। সুহেল আহমেদ ভাটের অনবদ্য গোল মন জিতে নিয়েছে সকলের।

সমস্ত কিছুই হয়তো নজরে পড়েছে স্প্যানিশ কোচের। প্রতিপক্ষের সবকিছু নজরে রেখেই ডার্বিতে নামতে চাইছেন লাল-হলুদ কোচ। গত মরসুমে গ্ৰুপ পর্বের ডার্বিতে জয় আসলেও টুর্নামেন্টের ফাইনালে পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বীর কাছেই। সেই সব কিছু মাথায় রেখেই এবার বদলার লড়াই ইস্টবেঙ্গলের। কিন্তু তার আগে গ্ৰুপ পর্বের প্রথম দুই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতে চাইবেন ক্লেটনরা।