আনোয়ার ইস্যু নিয়ে এবার ‘বিস্ফোরক’ রঞ্জিত বাজাজ, কী বললেন?

বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ার আলিকে (Anwar Ali controversy) নিয়ে উঠে এসেছে নয়া তথ্য। দিল্লি হাইকোর্টের নির্দেশের পর গোটা বিষয়টি খতিয়ে দেখেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সেই অনুযায়ী…

Delhi FC Owner Ranjit Bajaj Speaks Out on Anwar Ali Controversy

বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ার আলিকে (Anwar Ali controversy) নিয়ে উঠে এসেছে নয়া তথ্য। দিল্লি হাইকোর্টের নির্দেশের পর গোটা বিষয়টি খতিয়ে দেখেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সেই অনুযায়ী এবার নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গিয়েছেন জাতীয় দলের এই ফুটবলার। যারফলে ইমামি ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে আপাতত কোনও বাঁধা থাকলো না এই ফুটবলারের। সব ঠিকঠাক থাকলে কেরালা ব্লাস্টার্স ম্যাচ থেকেই লাল-হলুদ জার্সিতে মাঠে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে। অন্যদিকে পিএসসি’র এই সিদ্ধান্তের পর আগামী ৩০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে এই মামলার শুনানির দিনক্ষণ।

যেখানে খতিয়ে দেখা হবে আনোয়ার সংক্রান্ত অন্যান্য বিষয়টি। কিন্তু তাঁর আগে ইস্টবেঙ্গলের জার্সিতে তাঁর অভিষেক দেখার অপেক্ষায় আপামর লাল-হলুদ জনতা। এসবের মাঝেই বিষ্ফোরক মন্তব্য করে বসলেন রঞ্জিত বাজাজ। ঘন্টাখানেক আগেই নিজের এক্স হ্যান্ডেল থেকে আনোয়ার আলি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি লেখেন, “আনোয়ার আলি তাঁর প্রিয় ক্লাবে যোগদানের জন্য একটি বিল্ডিং ছেড়েছেন। এখন থেকে সে একজন ইস্টবেঙ্গল ফুটবলার। খেলার জন্য এখন সে সম্পূর্ণ মুক্ত। এখনও পর্যন্ত কোনও নিষেধাজ্ঞা বা কোনও জরিমানার মধ্যে পড়তে হয়নি ইমামি ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলিকে।”

   

কিন্তু সেখানেই শেষ নয়। নাম না করে তিনি আরও বলেন,” বিদ্বেষীদের কাছে জানতে চাই আমার উপর নিষেধাজ্ঞার কী হয়েছে? আর ডন? আসল ডন কে? সেইসাথে সকল সমর্থকদের ধন্যবাদ। যারা প্রথম থেকেই পাশে থেকেছেন। এটি যথেষ্ট বড় একটি লড়াই। তবে শেষ পর্যন্ত আমি লড়াই করে যাব। পিএসসিকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি সকল সমর্থকদের আবার ও ধন্যবাদ জানাতে চাই। আমাকে সুন্দর পোস্টার পাঠানোর জন্য।” তাঁর এই মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে দেশের ফুটবল মহলে। অনেকেই মনে করছেন, নাম না করে হয়তো বাগান সচিব দেবাশীষ দত্তের দিকেই তোপ দাগলেন রঞ্জিত বাজাজ।

উল্লেখ্য, গত মোহনবাগান ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জিত বাজাজকে ভারতীয় ফুটবল থেকে ব্যান করার কথা বলেছিলেন বাগান সচিব। আজ হয়ত তাঁর পাল্টা জবাব দিলেন দিল্লি এফসির কর্নধার।