Liston Colaso: এএফসি কাপে গোল পেয়ে কী বলছেন মোহন তারকা লিস্টন

ডুরান্ড কাপ জয়ের পর এএফসি কাপে এবার অনবদ্য সূচনা সবুজ-মেরুনের। কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম ম্যাচে ওডিশা এফসির বিপক্ষে ৪-০ গোলে সহজ জয় তুলে নিয়েছে হুয়ান ফেরেন্দোর…

Liston Colaco, Mohun Bagan's star player

ডুরান্ড কাপ জয়ের পর এএফসি কাপে এবার অনবদ্য সূচনা সবুজ-মেরুনের। কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম ম্যাচে ওডিশা এফসির বিপক্ষে ৪-০ গোলে সহজ জয় তুলে নিয়েছে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। যা দেখে স্বাভাবিকভাবেই খুশি সকলে। দলের হয়ে জোড়া গোল অজি তারকা দিমিত্রি পেট্রতোসের। পাশাপাশি আজকের ম্যাচে একটি করে গোল করেন সাহাল আব্দুল সামাদ ও লিস্টন কোলাসোর। টুর্নামেন্টের শুরুতে এত বড় ব্যবধানে জয় আগামীদিনে দলকে যে বাড়তি অক্সিজেন দেবে তা কিন্তু বলাই চলে। এছাড়াও আর কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুম। সেখানে ও ভালো পারফরম্যান্স করতে মরিয়া মেরিনার্সরা।

Advertisements

তবে দলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি সকলে। ম্যাচের শেষে বাগান অধিনায়ক শুভাশিস বোস থেকে শুরু করে বুমোস কিংবা দিমিত্রি পেট্রতোস, সকলেই বলছেন এটি দলগত জয়। সকলের প্রচেষ্টার ফলে এই পারফরম্যান্স ধরা দিয়েছে। ঠিকই একই কথা শোনা যায় দেশীয় তারকা লিস্টন কোলাসোর মুখে। গত বছর খুব একটা ফর্মে না থাকলেও চলতি মরশুমের প্রথমদিকে তার গোল করা দলের ক্ষেত্রে যে বিরাট গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই যায়।

বিজ্ঞাপন

ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সবার আগে আমি আমার টিমমেটদের ধন্যবাদ জানাতে চাই। আমাকে গোলের সুযোগ করে দেওয়ার জন্য। তাছাড়া দলের সকলেই যথেষ্ট পরিশ্রম করেছে। তাই দলের এই জয় এসেছে। গত বছর আমার খুব একটা ভালো পারফরম্যান্স ছিলনা। তবে ধীরে ধীরে নিজেকে উন্নত করার চেষ্টা করেছি। এখন করছি। আশা করি আগামী দিনে দলের হয়ে আরও গোল করতে পারব।”

পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুগো বুমোস বলেন, “আজ আমাদের দল যথেষ্ট ভালো খেলেছে। বিশেষ করে দিমিত্রি, ও নিজের সেরাটা দিয়েছে। তাছাড়া গত মরশুমে চোট থেকে ফিরে লিস্টনের সমস্যা থাকলেও এবার এএফসি কাপের শুরুতেই ও গোল পেয়েছে। সেইসাথে দলের জয়ের ক্ষেত্রে নিজের কিছুটা অবদান রাখতে পেরে আমি যথেষ্ট খুশি।”