Hira Mondal: ‘জাস্ট শুরু’, ডার্বি জেতার পর বললেন হীরা

Explosive Performance by East Bengal's Hira Mondal After Winning the Kolkata Derby

মাঠে নামলেন, জিতলেন। মোহনবাগান সুপার জায়ান্টকে হেলায় হারিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। স্কোরলাইন ২-১। হতে পারত আরও গোল। বড় ব্যবধানে জিততে পারতো ইস্টবেঙ্গল। দিন শেষে পুরো পয়েন্টটাই আসল। পুরো পয়েন্ট এসেছে, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী দলকে হারিয়ে। রবিবার হীরা মন্ডল (Hira Mondal) বললেন, “জাস্ট শুরু”।

Advertisements

ইস্টবেঙ্গলে খেলেই হীরা মন্ডল নিজেকে চিনিয়েছিলেন। তারপর ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবে সই করেও খেলার সুযোগ পাননি। চলতি ট্রান্সফার উইন্ডোয় ফিরে এসেছেন নিজের প্ৰিয় ক্লাবে। অপাতত দলের হয়ে খেলছেন কলকাতা ফুটবল লিগ। তবে এখানেই শেষ নয়, পথ চলা আরও বাকি, জানিয়ে রাখলেন হীরা মন্ডল।

শনিবারের ডার্বিতে হীরা শুরু থেকে মাঠে ছিলেন। উইং বরাবর দেখা গেল তাঁর চেনা দৌড়। মোহনবাগান সুপার জায়ান্টের খেলা দানা বাঁধেনি। হীরাকেও খুব একটা বেগ পেতে হয়নি। মাঠ জুড়ে ওপর নিচ করেছেন। খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন নিজের পুরোনো ফর্ম। হীরা জানেন আগামী দিনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে তাঁর সামনে। তাই ডার্বি জয়ের আনন্দে গা না ভাসিয়ে তৈরি রাখছেন নিজেকে। ক্লাবকে এখনও অনেক কিছু দিতে হবে যে।

Advertisements

রবিবার হীরা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, “অসংখ্য ধন্যবাদ তোমাদের এই ভাবে পাশে থাকার জন্য। অনেক দিন পর মাঠে ফিরেছি এবং এটা একটা বড় ম্যাচ, আর এটা আমার কাছে অতটাও সহজ ছিলো না। Anyway ম্যাচটা জিতেছি খুব ভালো লাগছে। এভাবেই পাশে থেকো। এটা জাস্ট শুরু, লাল হলুদ জার্সিকে অনেক কিছু দেওয়া বাকি আছে।”