HomeSports Newsইস্টবেঙ্গলে যোগদান করে কী বললেন জিকসন?

ইস্টবেঙ্গলে যোগদান করে কী বললেন জিকসন?

- Advertisement -

শুক্রবার নিজেদের সোশ্যাল সাইট থেকে জিকসন সিংয়ের (Jeakson Singh Thounaojam) যোগদানের কথা ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। প্রায় চারটি মরসুমের জন্য কলকাতার এই হেভিওয়েট দলে যোগদান করেছেন ভারতীয় দলের এই মিডফিল্ডার। যা নিঃসন্দেহে বিরাট চমক। তাঁর উপস্থিতি মাঝমাঠে অনেকটা শক্তি বাড়াবে লাল-হলুদের।‌

   

দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ‘এই ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে আমি যথেষ্ট সম্মানিত। ইস্টবেঙ্গল সমর্থকদের অটল সমর্থন ও শক্তি যথেষ্ট অনুপ্রেরণাদায়ক। আমি এই সমৃদ্ধ বজায় রাখতে নিজের অবদান রাখার চেষ্টা করবো। আমরা দারুণ কিছু অর্জন করব।‌ অবিস্মরণীয় স্মৃতি তৈরি করব আগামী দিনগুলিতে।’

উল্লেখ্য, এই তরুণ ফুটবলারের যোগদানের ইঙ্গিত মিলে ছিল অনেক আগেই। একটা সময় তাঁকে পাওয়ার জন্য পড়শী ক্লাব মোহনবাগান আসরে নামলেও খুব একটা সুবিধা করতে পারেনি। সময় যত এগিয়েছে ততই এগিয়ে থেকেছে লাল-হলুদ। তারপর জিকসনের কলকাতায় আসা স্পষ্ট করে দেয় সমস্ত কিছু। শুধুমাত্র ঘোষণার অপেক্ষায় ছিল সকলে। সেটাই সম্পন্ন হয়েছে এবার।

জিকসনকে দলে পেয়ে কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘জিকসন একজন জাতীয় দলের ফুটবলার। তিনি আমাদের দলের মাঝমাঠে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমাদের একটি ফলপ্রসূ কথোপকথন ছিল। বর্তমানে সে নয়া চ্যালেঞ্জ গ্ৰহন করতে প্রস্তুত। যা তাঁকে ভবিষ্যতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। দলের দায়িত্ব গ্ৰহনে ও সক্রিয় ভূমিকা রাখবে।’

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular