ইস্টবেঙ্গল প্রসঙ্গে ‘বিস্ফোরক’ বিতর্কিত আনোয়ার আলি

কলকাতা: নতুন মরসুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেইমতো গত কয়েক মাসে প্রতিপক্ষের ঘর…

Anwar Ali's Move to East Bengal FC

কলকাতা: নতুন মরসুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেইমতো গত কয়েক মাসে প্রতিপক্ষের ঘর ভেঙে একাধিক দাপুটে ফুটবলারদের দলে টেনেছে ময়দানের এই প্রধান। যাদের উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলেছে গতবারের সুপার কাপ জয়ীদের। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আনোয়ার আলির (Anwar Ali) নাম। আগামী পাঁচ বছরের চুক্তিতে লাল-হলুদে থাকছেন জাতীয় দলের এই ফুটবলার।

নিঃসন্দেহে যা বিরাট বড় চমক। আনোয়ার (Anwar Ali) আসার ফলে আরো শক্তিশালী হয়ে উঠবে লাল-হলুদের রক্ষণভাগ। দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ‘ লাল-হলুদ জার্সি পড়তে পেরে আমি সম্মানিত এবং আনন্দিত। কলকাতা বিমানবন্দরে আমি যে অভ্যর্থনা পেয়েছি তা ছিল অপ্রতিরোধ্য। দলের সমর্থকরা ইতিমধ্যে আমাকে অনেক ভালবাসা এবং সমর্থন দিয়েছে।’

   

আনোয়ার (Anwar Ali) আরো বলেন, ‘আমি আমার ক্যারিয়ারের সেরা মরসুম গুলো এই দলকে উৎসর্গ করতে চাই। এই দলের জার্সিতে মাঠে নেমে আমি সবসময় সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো। জয় ইস্টবেঙ্গল’ (East Bengal FC)৷ গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট দলের পাশাপাশি জাতীয় দলে জার্সিতে ও অনবদ্য পারফরম্যান্স ছিল এই তারকার। সেই ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য এই সেন্টার ব্যাকের।

এছাড়াও তাঁর যোগদানের প্রসঙ্গে লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘ আনোয়ার (Anwar Ali) আসার ফলে আমরা জাতীয় দলের আরেকজন খেলোয়াড় পেয়েছি। যিনি আমাদেরকে শীর্ষ স্তরে অত্যন্ত প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং স্কোয়াডের মান ও শারীরিকতা দেবে যা আমরা আগামী কয়েক বছরের জন্য তৈরি করার চেষ্টা করছি।’