Igor Stimac: ভারতীয় ফুটবল ও ফেডারেশন প্রসঙ্গে ‘বিস্ফোরক’ স্টিমাচ

Coach Igor Stimac

কিছুদিন আগেই ইগর স্টিমাচের (Igor Stimac) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। হিসেব অনুযায়ী চুক্তির মেয়াদ বজায় থাকলেও তার তত্ত্বাবধানে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ব্লু-টাইগার্সদের। এশিয়ান গেমস থেকে শুরু করে পরবর্তীতে এশিয়ান কাপ হোক কিংবা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব।

Advertisements

সবক্ষেত্রেই হতাশাজনক পারফরম্যান্স ছিল ভারতীয় ফুটবল দলের। যা নিঃসন্দেহে হতাশ করেছিল দেশের ফুটবলপ্রেমী মানুষদের। বিশেষ করে গত মার্চ মাসে আফগানিস্তানের বিপক্ষে ভারতের পরাজয় কিছুতেই ভালোভাবে নেয়নি ফুটবল অনুরাগীরা। যারফলে, তখন থেকেই কোচ বদলের দাবি উঠতে থাকে প্রবলভাবে।

পরবর্তীতে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ পর্যন্ত সময় ধার্য করা এআইএফএফ এর তরফ থেকে। সেখানেই কুয়েতের পাশাপাশি কাতার ম্যাচে ও হতাশাজনক পারফরম্যান্স থাকে গুরপ্রীতদের। যারফলে জাতীয় দলের কোচের পদ থেকে বাদ দেওয়া হয় এই বিদেশি কোচকে। বর্তমানে নতুন কোচের সন্ধানে ভারতীয় ফুটবল ফেডারেশন। এসবের মাঝেই এবার বিশেষ সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে বিষ্ফোরক মন্তব্য করে বসেন ইগর স্টিমাচ।

Advertisements

দলের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ফুটবলাররা যথেষ্ট ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছে। তবে মারডেকা কাপ থেকে শুরু করে কিংস কাপ হোক কিংবা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। সবক্ষেত্রেই বিতর্কিত সিদ্ধান্তের সম্মুখীন থাকতে হয়েছে আমাদের। নাহলে, ফিফা ফুটবল তালিকার প্রথম একশো নম্বরেই থাকত ভারত।

তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যান চৌবের দিকে ও তোপ দাগেন স্টিমাচ। তিনি বলেন, কল্যান চৌবে সকলের মধ্যে কেবল জনপ্রিয়তা পাওয়ার কাজ করছেন। তার গত কয়েকটি সাংবাদিক বৈঠকে সেই বিষয়ের ইঙ্গিত দেয়। এছাড়াও বলেন, বর্তমানে দেশের এমন কাউকে দরকার যে সব রকমভাবেই সক্রিয়তা দেখাতে পারবে।

পাশাপাশি দেশীয় ফুটবলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারবে। প্রাক্তন ভারতীয় কোচের এমনতর মন্তব্য ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে সকলের মধ্যে। এই প্রসঙ্গে এবার ফেডারেশনের বিবৃতির দিকেই তাকিয়ে সকলে।