
নিজেদের ঘরের মাঠে এবার আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে দুটো ম্যাচ খেলা হয়ে গেলেও এখনো পর্যন্ত জয়ের স্বাদ পায়নি এই ফুটবল দল। যারফলে, কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে অভিষেক বচ্চনের এই আইএসএল জয়ী ফুটবল দল।
তবে এবার নিজেদের ঘরের মাঠে জয় তুলে নিয়ে পুরোনো ছন্দে ফিরতে চাইছে দক্ষিণ ভারতের এই শক্তিশালী দল। তবে এই দলের হয়ে একটা সময় মাঠ কাপিয়ে খেলা একাধিক ফুটবলার বর্তমানে রয়েছেন মোহনবাগান সুপারজায়ান্টস দলে। তাই ম্যাচ যে সহজ হবে না তা বলাই চলে। সেকথা নিজেও ভালো মতো আন্দাজ করতে পারছেন দলের কোচ ওয়েন কোয়েল।
আসলে গত মরশুমে তাদের দলের জার্সিতে মাঠ কাপালেও এবার মোহনবাগানে সই করেছেন তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা। আগামীকাল খেলবেন নিজের পুরনো দলের বিপক্ষে। তবে শুধু একটা মরশুম নয়। চেন্নাইয়িন দলের জার্সিতে খেলেছেন মোট সাতটা বছর। তাই এই তারকার না থাকা দলে যে কিছুটা হলেও প্রভাব ফেলবে তা আজ সাংবাদিক বৈঠক করে স্বীকার করে নেন ওয়েন কোয়েল।
এছাড়াও চেন্নাইয়িন দলের আরেক প্রাক্তন তারকা তথা বিশাল কাইথ ও রয়েছেন এই তালিকায়। গত মরশুমে মোহনবাগান দলের জার্সিতে সোনার গ্লাভস জিতেছেন বিশাল। তিনি ও খেলবেন আগামীকাল। তবে এই দুই তারকার অনুপস্থিতিতে ও দল যে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে, সেকথা পরিষ্কারভাবে জানিয়ে দেন চেন্নাইয়িন দলের কোচ।
তবে ঘরের মাঠে ম্যাচ হলেও প্রতিপক্ষ দলের ফুটবলারদের যথেষ্ট সমীহ করছেন ওয়েন কোয়েল। তার কথায় হুগো বুমোস থেকে শুরু করে জেসন কামিন্স হোক কিংবা দিমিত্রি পেট্রতোস। তাদের উপস্থিতি বাড়তি শক্তি দেবে মোহনবাগান দলকে। তাছাড়া গত মরশুমের মত এখনো পর্যন্ত দুই ম্যাচ খেলে টানা জয় তুলে নিয়ে দারুণ ছন্দে আছে কলকাতার এই প্রধান। তাই প্রতিপক্ষ দলের বিরুদ্ধে যথেষ্ট সাবধানী এই আইএসএল জয়ী কোচ।










