গত মরশুমের হতাশা ভুলে এবার নিজেদের মেলে ধরতে বদ্ধপরিকর ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেইমতো ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) হাতে। একটা সময় যার হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। আগত দুই মরশুমের জন্য এই স্প্যানিশ কোচের উপর ভরসা রেখেই জয়ের সরনীতে ফিরতে চায় দল। গত মরশুমে ডেনমার্কের একটি প্রথমসারির ক্লাবের দায়িত্বে থাকলেও বর্তমানে ভারতে ফিরছেন তিনি।
বলাবাহুল্য, তার পছন্দ মতোই এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগের দল গঠন করেছে ইমামি ইস্টবেঙ্গল। প্রথমদিকে তার পছন্দের পাশাপাশি ম্যানেজমেন্টের সাহায্য নিয়ে নন্দকুমার শেখর থেকে শুরু করে মন্দাররাও দেশাই, নিশু কুমার ও ইভান ভান্সপলের মতো তারকাদের কে চূড়ান্ত করা হলেও দলের বিদেশি ফুটবলার বাছাইয়ের দিকটা সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হয় এই স্প্যানিশ কোচের হাতে। সেইমতো পরবর্তীতে বোরহা হেরেরা থেকে শুরু করে, সাউল ক্রেসপো, ও জাভিয়ের সিভেরিও’র মতো ফুটবলারকে দলে সই করায় ইস্টবেঙ্গল ব্রিগেড।
তাছাড়া গত মরশুমের তারকাদের মধ্যে দলে রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্লেটন সিলভা। মূলত এই ফুটবলারদের উপর ভরসা রেখেই এবার অভিযানে নামতে চায় ইস্টবেঙ্গল। তবে এখনো পর্যন্ত ইভান গঞ্জালেস দলে থাকলেও তার পরিবর্তে এশিয় কোটা থেকে শক্তিশালী ডিফেন্ডার চূড়ান্ত করতে চাইছে কলকাতার এই প্রধান।
তবে বর্তমানে এগিয়ে গিয়েছে অনেকটা সময়। বিদেশি ফুটবলারদের বাদ দিয়ে নিজেদের গন্তব্যে এসে গিয়েছে আইএসএল ক্লাব গুলির অধিকাংশ ফুটবলাররা। আজ সকালেই কলকাতা এসেছেন লাল-হলুদ তারকা নাওরেম মহেশ সিং। সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই শহরে চলে আসবেন বিদেশি ফুটবলাররা। কিন্তু প্রশ্ন হল কবে আসবেন লাল-হলুদের স্প্যানিশ বস?
বিশেষ সূত্র মারফত খবর, সব ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শেষের দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতে কলকাতায় আসতে পারেন কার্লোস কুয়াদ্রাত। বর্তমান সময়ে জুনিয়র দলের কোচ তথা কুয়াদ্রাত সহকারী বিনো জর্জের হাত ধরে সিনিয়র দল প্রাকটিস করলেও কুয়াদ্রাত আসতেই দায়িত্ব তুলে নেবেন নিজের কাঁধে। তারপর দলের পরিস্থিতি বুঝে দলে টানা হতে পারে আরেক দেশীয় স্টপার কে। তবে এখন তার আসার অপেক্ষায় সকলে।