I-League: অক্টোবরের প্রথম দিক থেকেই শুরু হতে চলেছে আইলিগ

গত কয়েকমাসের মধ্যেই একের পর এক মোট তিনটি আন্তর্জাতিক ট্রফি জিতেছে ভারতীয় ফুটবল দল। যার মধ্যে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি রয়েছে ইন্টারকন্টিনেন্টালে কাপ ও বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট।

i-league

সুদিন ফিরেছে ভারতীয় ফুটবলের। গত কয়েকমাসের মধ্যেই একের পর এক মোট তিনটি আন্তর্জাতিক ট্রফি জিতেছে ভারতীয় ফুটবল দল। যার মধ্যে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি রয়েছে ইন্টারকন্টিনেন্টালে কাপ ও বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট। তবে শুধু আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়, জাতীয় স্তরে ও নিজেদের মেলে ধরতে মরিয়া ভারতীয় ফুটবল ফেডারেশন।

সেজন্য দেশের প্রথম সারির টুর্নামেন্ট তথা আইএসএল থেকে শুরু করে হিরো আইলিগের মতো টুর্নামেন্ট কেও ঢেলে সাজাতে মরিয়া সংস্থার কর্তারা। এই মর্মেই এবার দেশের সমস্ত ফুটবল টুর্নামেন্ট গুলিকে নিয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হতে চলেছে তাদের তরফে। পূর্বে ঘোষণা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে হিরো আইলিগ।

সেইমতো, টুর্নামেন্টের ক্লাব গুলিকে ও নাকি পাঠানো হয়েছে বিশেষ নির্দেশিকা। যেখানে প্রত্যেকটি ক্লাবের মাঠের উন্নতি ঘটানোর পাশাপাশি ফ্লাডলাইট বসানোর কথাও জানানো হয়েছে। যতদূর খবর, অক্টোবরের প্রথম দিক থেকে আইলিগ শুরু হওয়ার পাশাপাশি নভেম্বরের প্রথমদিকে জাতীয় মহিলা লিগ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যা শেষ হবে আগামী বছরের ১৬ মার্চ। ঠিক এমনটাই নিশ্চিত করা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে। এছাড়াও বিভিন্ন ফরম্যাট প্রয়োগ করে এবারের এই আইলিগ অনুষ্ঠিত করার কথা ভাবা হয়েছে। যার প্রধান উদ্দেশ্য হলো লিগকে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তোলা। তবে সেখানেই শেষ নয়। আরও একাধিক পরিকল্পনা রয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে।

Advertisements

আইলিগকে কেন্দ্র করে আরও একাধিক পুরস্কার প্রদানের কথাও ঘোষণা করা হয়েছে তাদের তরফ থেকে। যারমধ্যে রয়েছে সেরা ফুটবল মাঠ থেকে শুরু করে, সেরা আয়োজক ও মিডিয়া প্ল্যাটফর্মের দিক থেকে সেরাদের বেছে নেওয়া হবে। যার প্রতিটি ক্ষেত্রেই বিজয়ীরা হবে ২.৫ লক্ষ টাকা ও রানার্স আপ পাবে ১.৫ লক্ষ টাকা। আসলে লিগকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তোলাই লক্ষ্য ফুটবল ফেডারেশনের।