ইংল্যান্ড থেকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর

ইংল্যান্ডে গিয়ে ইস্টবেঙ্গল (East Bengal) রিজার্ভ দলের জন্য সময়টা ভাল যাচ্ছে না। পরপর তিন ম্যাচে হার। শনিবার আস্টন ভিলার বিরুদ্ধে ৪-০ গোলে পরাজিত বিনো জর্জের…

Exciting News for East Bengal Fans

ইংল্যান্ডে গিয়ে ইস্টবেঙ্গল (East Bengal) রিজার্ভ দলের জন্য সময়টা ভাল যাচ্ছে না। পরপর তিন ম্যাচে হার। শনিবার আস্টন ভিলার বিরুদ্ধে ৪-০ গোলে পরাজিত বিনো জর্জের প্রশিক্ষণ অধীন দল। পরপর ম্যাচ হারলেও লাল হলুদ সমর্থকদের জন্য ভাল খবর রয়েছে।

   

মরসুমের শুরুটা দুরন্ত গতিতে করেছে মশাল বাহিনী। কলকাতা ফুটবল লিগে লাগাতার জয় পেয়ে খেতাব জয়ের দাবি জোরালো করেছে ইস্টবেঙ্গল। পয়েন্ট যেমন এসেছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে চোট সময়। ফার্স্ট টিম হোক কিংবা রিজার্ভ দল, লাল হলুদ শিবিরে চোট সমস্যা মরসুম পুরো দমে শুরু হওয়ার আগেই। ইংল্যান্ডে নেক্সট জেন কাপ খেলতে গিয়েছে ইস্টবেঙ্গল। সেখানেও চোটের কারণে সবাইকে মাঠে নামাতে পারছেন না বিনো জর্জ।

নেক্সট জেন কাপের প্রথম ম্যাচের পর চোট সমস্যার কথা বলেছিলেন। সায়ন ব্যানার্জী-ও চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। টুর্নামেন্টের শেষ দুই ম্যাচের প্রথম একাদশে ছিলেন। আস্টন ভিলার বিরুদ্ধে ম্যাচে ফিরলেন সায়ন। প্রথম একাদশে তাঁকে রেখেই এদিন দল সাজিয়েছিলেন বিনো।

সায়ন ফিরলেও ইস্টবেঙ্গলের জন্য কাজের কাজ হল না। নেক্সট জেন কাপে এখনও পর্যন্ত গোল করতে পারল না দল। ভিলার বিরুদ্ধে ০-৪ গোলে হেরেছে ইস্টবেঙ্গল। এর আগের ম্যাচ ছিল এভারটনের ইয়ুথ টিমের সঙ্গে। সেই ম্যাচে লাল হলুদ দল হজম করেছিল ৬ গোল।