রাজস্থান থেকে রাহুলকে ‘লাথি মেরে বার’! তোপ দাগলেন প্রাক্তনী

রোহিত শর্মাদের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে বিদায় নিয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বলেছিলেন এবার পরিবারকে সময় দেবেন। কিন্তু সেই…

Ex-RCB Star AB De Villiers said Rahul Dravid 'Kicked Out' as Rajasthan Royals Coach

রোহিত শর্মাদের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে বিদায় নিয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বলেছিলেন এবার পরিবারকে সময় দেবেন। কিন্তু সেই ‘ছুটি’ যেন বেশিদিন স্থায়ী হয়নি। দ্রাবিড় ফিরে এলেন তাঁর পুরনো সংসার রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals)। অনেকেরই ধারণা ছিল, এবার রাজস্থান নতুন উচ্চতায় পৌঁছবে। কিন্তু বাস্তব বলছে উল্টোটা। ২০২৫ আইপিএল মরসুমে রাজস্থান রয়্যালস শেষ করেছে ৯ নম্বরে। আর সেই ব্যর্থতার দায় যেন একরকম চাপিয়ে দেওয়া হল দ্রাবিড়ের ঘাড়ে।

কলকাতায় পা রাখলেন বাগানের নয়া ব্রাজিলিয়ান ‘গোলমেশিন’ রবসন

   

রাজস্থান রয়্যালসের সহ-মালিক মনোজ বাদালে এবং লাচলান মারডক দ্রাবিড়ের জন্য নাকি ‘বড় দায়িত্ব’ তৈরি করেছিলেন। এক নতুন কাঠামো, নতুন পদ সবই ছিল দ্রাবিড়কে সামনে রেখেই। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন দ্রাবিড়। তখনই দল থেকে তাঁর ‘ছাঁটাই’ সিদ্ধান্ত নেওয়া হয়।

এখানেই শেষ নয়। দক্ষিণ আফ্ৰিকার পরিচিত মুখ এবি ডিভিলিয়ার্স (AB De Villiers) আরও জোরালোভাবে দাবি করলেন, ‘‘দ্রাবিড়কে লাথি মেরে বার করা হয়েছে।’’ তিনি সংযোজন করেন, ‘‘এটা ইংলিশ প্রিমিয়ার লিগে যেমন হয়, তেমনই এক সিদ্ধান্ত। কোচরা পারফর্ম না করলে মালিকরা সরিয়ে দেন। আমার মতে, দ্রাবিড়ের অফার ফিরিয়ে দেওয়ার অর্থই হলো, তাঁকে কার্যত বহিষ্কার করা হল।’’

আত্মবিশ্বাসে ভর করে এশিয়ার দৈত্য ইরানকে চ্যালেঞ্জ জামিলের

দ্রাবিড় আন্তর্জাতিক মঞ্চ থেকে বিদায় নিয়ে এসেছিলেন নিজে থেকেই। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, যেখানে প্রতিটি ম্যাচ, প্রতিটি সিজন হল ব্যবসার অঙ্ক, সেখানে ‘ধৈর্য’ বড়ই অমিল। দ্রাবিড় হয়তো মাঠের পাশেই থাকতে চেয়েছিলেন। ব্যাকরুম বা এক্সিকিউটিভ দায়িত্ব হয়তো তাঁর ধাঁচে ছিল না। তবে সেই পছন্দই কি তাঁর ছেঁটে ফেলার কারণ হয়ে দাঁড়াল?

Advertisements

রাজস্থান রয়্যালসের দলগঠনের নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন এবিডি। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘‘গতবারের নিলাম ছিল খুবই দুর্বল। বাটলার, চাহাল, অশ্বিন এরা সবাই এমন খেলোয়াড়, যারা বড় ম্যাচ জেতাতে পারে। কিন্তু একসঙ্গে এতজনকে ছেড়ে দেওয়ার মানে কী?’’

২৯৭ শতাংশ বৃদ্ধি! মহিলা বিশ্বকাপে পুরুষদের তুলনায় বেশি পুরস্কার

রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের অন্যতম শান্ত, পরিশ্রমী ও পেশাদার মুখ। তাঁর রাজস্থান রয়্যালসে ফিরে আসা ছিল একরকম ঘরে ফেরা। কিন্তু এই ‘ঘর’ তাঁকে ধরে রাখতে পারল না। বরং ড্রেসিংরুমে থাকার বদলে তাঁকে ‘অন্য পদ’-এর প্রস্তাব দিয়ে কার্যত বাইরেই পাঠিয়ে দিল দল।

Ex-RCB Star AB De Villiers said Rahul Dravid ‘Kicked Out’ as Rajasthan Royals Coach