দীর্ঘমেয়াদি চুক্তিতে মুম্বাইয়ের পথে বাগানের এই প্রাক্তন ডিফেন্ডার

বিগত কয়েক মরসুমে মোহনবাগানের (Mohun Bagan) হয়ে যথেষ্ট ভাল পারফরম্যান্স করে আসছিলেন আমনদীপ বৃষভান (Amandeep Vrish Bhan )। জুনিয়র দল থেকে যাত্রা শুরু করে পরবর্তীতে…

Amandeep Vrish Bhan

বিগত কয়েক মরসুমে মোহনবাগানের (Mohun Bagan) হয়ে যথেষ্ট ভাল পারফরম্যান্স করে আসছিলেন আমনদীপ বৃষভান (Amandeep Vrish Bhan )। জুনিয়র দল থেকে যাত্রা শুরু করে পরবর্তীতে অনায়াসেই সিনিয়র দলে নিজের স্থান করে নিয়েছিলেন হরিয়ানার এই ফুটবলার। গত ২০২৩-২০২৪ মরসুমে দলের হয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয়ের পাশাপাশি গত দুইটি মরসুমে দলের আইএসএল লিগ শিল্ড জয়ের ও অংশীদার ছিলেন বছর একুশের এই ডিফেন্ডার। বলতে গেলে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন আমনদীপ। তবে গত মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল ময়দানের এই প্রধানের। তারপর থেকেই তাঁকে নিতে আগ্ৰহী ছিল একাধিক ফুটবল ক্লাব।

Also Read | তাজিকিস্তানের বিপক্ষে জয়ের প্রসঙ্গে কী বললেন রঞ্জিত বাজাজ?

   

কিন্তু সবুজ-মেরুন ছেড়ে আদৌও তিনি অন্যত্র যোগদান করবেন কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত মোহনবাগান ছাড়েন এই ভারতীয় ফুটবলার। মাসকয়েক আগেই নিজের সোশ্যাল সাইটে সবুজ-মেরুন জার্সিতে লিগ শিল্ড হাতে নিয়ে একটি ছবি আপলোড করেছিলেন আমনদীপ। সেখানে তিনি লিখেছিলেন, মোহনবাগান পরিবারের সাথে আড়াই বছরের অবিস্মরণীয় সময় কাটিয়েছি। রিজার্ভ দল থেকে সিনিয়র দলে স্থান পেয়েছিলাম। তবে এখন আমার জন্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে। আমি ক্লাবের প্রতিটি সমর্থককে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই আমার কাছে সমর্থকের থেকে ও অনেক বেশি কিছু। আপনারা সকলেই আমার শক্তি, আমার প্রেরণা এবং আমার পরিবার।

Also Read | ষষ্ঠ বিদেশির সঙ্গে চুক্তি করল মোহনবাগান, এই দিন শহরে আসছেন রবসন

Advertisements

সেটা নিঃসন্দেহে মন জয় করেছিল সকল সমর্থকদের। কিন্তু মোহনবাগান ছেড়ে কোথায় সই করতে পারেন এই ফুটবলার সেই নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে তাঁকে নিয়ে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী তিনটি ফুটবল মরসুমের জন্য পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসিতে যোগদান করেছেন এই দাপুটে লেফট ব্যাক। এক কথায় যা বিরাট বড় চমক। আমনের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে মুম্বাই সিটি এফসির রিজার্ভ বেঞ্চকে। সেই কথা মাথায় রেখেই তাঁকে চূড়ান্ত করেছে সিটি ম্যানেজমেন্ট।

তবে নতুন দলের জার্সিতে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন এই ফুটবলার এখন সেটাই দেখার বিষয়। সব ঠিকঠাক থাকলে হয়তো আসন্ন সুপার কাপে নতুন দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে।