FIFA ban India : ভারতীয় ফুটবলের বড় ক্ষতি হয়ে গেল: নবি

ভারতীয় ফুটবল ফেডারেশনকে ফিফা (FIFA) নির্বাসিত করায় রীতিমতো ভেঙে পড়েছেন প্রাক্তন ফুটবলার রহিম নবি। পাশাপাশি তিনি অবাক কেন এমন ঘটনা ঘটলো। Advertisements এই প্রসঙ্গে রহিম…

Ex-footballer Rahim Nabi

ভারতীয় ফুটবল ফেডারেশনকে ফিফা (FIFA) নির্বাসিত করায় রীতিমতো ভেঙে পড়েছেন প্রাক্তন ফুটবলার রহিম নবি। পাশাপাশি তিনি অবাক কেন এমন ঘটনা ঘটলো।

Advertisements

এই প্রসঙ্গে রহিম নবিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,‘ ভারতীয় ফুটবলের বিশাল ক্ষতি হয়ে গেল। এটা ভাবা যায় না। আমাদের আবার সব শূন্য থেকে শুরু করতে হবে।আমরা তিলে তিলে যে সম্মান বা খ্যাতি অর্জন করেছিলাম, র্যা ঙ্কিংয়ে উন্নতি করেছিলাম, সবকিছুই শেষ হয়ে গেল এই নির্বাসনের জন্য। আবার সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে। এটা মানা যায় না। আমাদের দেশ থেকে এই ধরনের কার্যকলাপ আশা করিনি।’

   

একইসঙ্গে তিনি বলেন, ‘ কেন এই নির্বাচন হল, কিভাবে হলো। কাদের জন্য এত ক্ষতি হল, সে কথা আলোচনা করতে চাই না। পুরোটা জানিও না। যে কেন এমন ঘটনা ঘটলো তবে যেটা ঘটলো সেটা কিন্তু ভালো হলো না। এতে ভারতীয় ফুটবল অনেক পিছিয়ে গেল।’

তবে রহিম নবি আশাবাদী এই সমস্যার নিশ্চয় সমাধান হবে তিনি বলেন।‘ কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে এসেছেন ।পাশাপাশি এআইএফএফ এ যারা রয়েছেন বা আর যারা রয়েছেন তারাও এই সমস্যার সমাধানে উদ্যোগী, সকলেই চেষ্টা করছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয়। আমিও আশাবাদী নিশ্চয়ই নির্বাসন কেটে যাবে ।আবার ভারতীয় ফুটবল আশার আলো দেখবে। দেখা যাক যতক্ষণ না নির্বাচন উঠছে ততক্ষণ দুশ্চিন্তা থেকেই আছে।

Advertisements