Hira Mandal: ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারের পোস্ট ঘিরে কৌতুহল

আর চারদিন পরেই, আগামী ২৯ অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচ হতে চলেছে। চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল ইস্টবেঙ্গল এফসি এবং ATK মোহনবাগান শিবিরের খেলোয়াড়রা…

Hira Mondal

short-samachar

আর চারদিন পরেই, আগামী ২৯ অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্রথম লেগের ডার্বি ম্যাচ হতে চলেছে। চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল ইস্টবেঙ্গল এফসি এবং ATK মোহনবাগান শিবিরের খেলোয়াড়রা হাইপ্রেসার গেম নিয়ে ঘাম ঝড়িয়ে চলেছে।

   

এমন আবহে, সোমবার কালীপুজো সঙ্গে আলোর উৎসব দীপাবলি’তে মেতেছে তামাম বাঙালি। গত ISL ২০২১-২২ সেশনে লাল হলুদ শিবিরে ছিলেন হীরা মণ্ডল। দীপাবলি আলোর উৎসবে গা ভাসিয়েছে লাল হলুদের এই প্রাক্তনীও। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে হীরা মণ্ডলের (Hira Mondal) টুইট পোস্ট”শুভ দীপাবলি🪔♥️ “

চলতি ISL মরসুমে ফুটবলার হীরা মণ্ডল বেঙ্গালুরু এফসি দলে যোগ দিয়েছেন।বেঙ্গালুরুর হয়ে ১৩১ তম ডুরান্ড কাপ জেতা হয়ে গিয়েছে হীরার। চলতি টাইটেলশিপে বেঙ্গালুরু এফসি তিন ম্যাচে একটি জয় পেয়েছে। আর এক ম্যাচ ড্র,এক ম্যাচ হেরে লিগ টেবলে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে।