ভাইচুং ভুটিয়া-সঞ্জু প্রধানদের দেখানো পথে CFL খেলবেন সিকিমের ইভান

আর কয়েক দিন পরেই শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL)। প্রকাশ করা হয়েছে গ্ৰুপ বিন্যাস। আসন্ন সিএফএল-এ প্রথমবারের জন্য খেলতে চলেছেন সিকিমের ইভান…

evan thapa cfl

আর কয়েক দিন পরেই শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ (CFL)। প্রকাশ করা হয়েছে গ্ৰুপ বিন্যাস। আসন্ন সিএফএল-এ প্রথমবারের জন্য খেলতে চলেছেন সিকিমের ইভান থাপা (Evan Thapa)। যোগ দিয়েছেন খিদিরপুরে।লাগাতার ভারী বৃষ্টির কারণে এখন বিপর্যস্ত সিকিম। ইভান এখন সিকিমে রয়েছেন। ফোনে জানালেন, তিনি এবং তাঁর পরিবার নিরাপদেই রয়েছে। এখন রয়েছেন গ্যাংটকে। আপাতত কলকাতা ফুটবল লিগে অংশ নেওয়ার জন্য দিন গুনছেন ইভান।

   

CFL: মায়ের স্বপ্ন পূরণ করার জন্য নিজেকে উজাড় করে দিতে চান আলতাফ

ভারতের বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে আগে খেলেছেন ইভান থাপা। বছর কুড়ির এই ফুটবলার খেলেন রক্ষণভাগে। নিজের গতি কাজে লাগিয়ে উঠে যেতে পারেন আক্রমণে। নিখুঁত ক্রস করতে পছন্দ করেন।

কলকাতা ফুটবল লিগে এবারই প্রথম খেলতে চলেছেন তিনি। তবে এর আগে কল্যাণীর মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে। ইন্ডিয়ান অ্যারোজে থাকার সময় কল্যাণীর মাঠে খেলেছিলেন। বাংলায় ফুটবলের উন্মাদনা সম্পর্কে ধারণা রয়েছে। ইন্ডিয়ান অ্যারোজের পর যুক্ত ছিলেন কিকস্টার্ট এফসি-তে। ভারতের অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ দলের অংশ ছিলেন সিকিমের ইভান।  এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গেও যুক্ত ছিলেন ইভান৷

CFL: তিন প্রধানের থেকেও আর্মি রেডকে এগিয়ে রাখলেন সুরুচির রঞ্জন

কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার আগে বাইক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ইভান। তবে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে তিনি জানিয়েছেন। দ্রুত আসবেন কলকাতায়। খিদিরপুরের প্রথম একাদশে সুযোগ পাবেন বলে আশা করছেন ইভান থাপা। কলকাতা ফুটবল মাঠে এর আগে খেলে গিয়েছেন সিকিমের একাধিক কিংবদন্তি ফুটবলার। ভাইচুং ভুটিয়া, সঞ্জু প্রধানদের দেখানো পথেই এবার কলকাতা ফুটবল লিগে অংশ নিতে চলেছেন ইভান থাপা।