EPL: আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে চেলসিকে দু’বার হারাল ম্যাঞ্চেস্টার সিটি

Chelsea lost to man city again

ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) স্ট্যামফোর্ড ব্রিজে ০-১ গোলে চেলসি হারার পর এতিহাদ স্টেডিয়ামে ফের একই ছবি। আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে চেলসিকে ফের হারাল ম্যাঞ্চেস্টার সিটি।

আর্লিং হালান্ডকে ছাড়াই ৪-০ গোলে জিতে চতুর্থ রাউন্ডে পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেন ম্যান সিটি ম্যানেজার। হালান্ড ছাড়াও কেভিন দ্য ব্রুইন, ইলখাই গুন্দোয়ান খেলেননি। ম্যাচের ২৩ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ।

   

২৭ মিনিটে পেনাল্টি বক্সে হাভাৎজের হাতে বল লাগায় ভিডিয়ো প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। ম্যান সিটির হয়ে গোল করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনীয় তারকা ইউলিয়ান আলভারেজ। ৩৮ মিনিটে বাঁ পায়ের শটে ৩-০ করেন ফিল ফোডেন।

দ্বিতীয়ার্ধে ম্যান সিটির আক্রমণ সামাল দিতে নিজেদের বক্সে ফাউল করেন কালিদোউ কোলিবালি। নিজের দ্বিতীয় ও ম্যান সিটির হয়ে চতুর্থ গোলকরেন মাহরেজ। উলভসের বিরুদ্ধে জয় হাতছাড়া লিভারপুলের। অ্যানফিল্ডে এফএ কাপের তৃতীয় রাউন্ডের দ্বৈরথ ড্র। অফসাইডে গোল বাতিল করায় উলভস ম্যানেজার ইউলিয়ান লোপেতেগি অসন্তুষ্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন