নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট দলের সেরা অধিনায়কদের একজন ছিলেন বিরাট কোহলি। তাঁর সময়ে দলকে সত্যিই নতুন স্তরে নিয়ে গিয়েছিলেন। গত কয়েক বছর অবশ্য অধিনায়ক হিসেবে একের পর এক ফরম্যাট ছেড়েছেন কোহলি। যদিও তিনি এখনও একজন সক্রিয় খেলোয়াড় হিসেবে রয়ে গেছেন, ক্রিকেটীয় সম্প্রদায় তাঁকে একজন “অধিনায়ক” হিসেবে তার অনুপস্থিতি অনুভব করে। তাঁর প্রাণবন্ত শক্তি ও আগ্রাসন দিয়ে দলকে নেতৃত্ব দিতেন তিনি। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান হৃদয় বিদারক বিবৃতি দিয়ে স্বীকার করেছেন যে খেলার দীর্ঘতম ফর্ম্যাটটি “অধিনায়ক” বিরাট কোহলিকে হারিয়েছে।
দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টেস্টে বিরাট কোহলির অবদান সম্পর্কে আলোকপাত করেন মর্গ্যান। তিনি বলেন, “টেস্ট ক্রিকেট আমার কাছে এখনও অবিশ্বাস্য। টেস্ট ক্রিকেট ‘অধিনায়ক’ বিরাট কোহলিকে হারিয়েছে। তিনি বারবার স্পষ্টভাবে বলেছেন টেস্ট ক্রিকেটকে কতটা ভালোবাসতেন এবং এই সম্পর্কে তিনি উৎসাহী ছিলেন।”