আসন্ন আইএসএলে ইস্টবেঙ্গলের কোচের পদে আসতে পারেন ইংল্যান্ডের স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)। শোনা যাচ্ছে তার সাথে অনেক দুর কথা এগিয়েছে লাল হলুদ ব্রিগেডের। দুই পক্ষ নিজেদের শর্তে সম্মতি দিয়েছেন, আগামী দুই একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করতে পারে লাল হলুদ ব্রিগেড। দ্রুত আসবেন কলকাতায়।
এর আগে তিনি দুই দফায় ভারতের জাতীয় দলকে কোচিং করিয়েছেন তিনি।ভারতের ফুটবল এবং ফুটবলার’দের দেখেছেন খুব কাছের থেকে।জানা যাচ্ছে মোট তিনজন কোচ ক্লাবের পছন্দের তালিকায় ছিলো, কিন্তু শেষ অবধি বাছাই করে নেওয়া হয় অভিজ্ঞ স্টিফেন’কে। জানা যাচ্ছে ইমামি’র কর্তাদের’ও পছন্দের তালিকায় আছেন ভারতের প্রাক্তন কোচের। শোনা যাচ্ছে খুব শীঘ্রই দলের পছন্দের বিদেশি ফুটবলার বাছাই করার কাজ শুরু করবেন স্টিফেন ।