ভারত নয়, দুই ম্যাচ জিতে সেমির রাস্তায় এখন ইংল্যান্ড

পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য মেলেনি। ভারতে এসে ওয়ানডে বিশ্বকাপেও কাপ জেতা অধরাই থেকে গিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে রুট – স্টোকসরা যা পারেননি গতকাল…

England Women vs South Africa Women Highlights: England Wins by 7 Wickets

পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য মেলেনি। ভারতে এসে ওয়ানডে বিশ্বকাপেও কাপ জেতা অধরাই থেকে গিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে রুট – স্টোকসরা যা পারেননি গতকাল তাই করে দেখালেন ড্যানি ওয়াট -ন্যাট শিভাররা। এবছর জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা মহিলা দলকে সোমবার রাতে সাত উইকেটে হেলায় উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড দলের মহিলারা (England Women vs South Africa Women highlights)। এর সাথে সাথে কোনো বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে আপাতত গ্রুপ শীর্ষে রয়েছে হিদার নাইট এন্ড কোম্পানি।

এদিন শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের অধিনায়ক। শারজার ঘাসের উইকেটে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৩৯ বলে ৪২ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট। ওপেন করতে নেমে পাওয়ার প্লেতে ওঠা ১ উইকেটে ৩৭ রানের মধ্যে ১৫ বলে ২২ রান ভলভার্টের। ১৬তম ওভারে দলীয় ৮৮ রানে আউট হন প্রোটিয়া অধিনায়ক।

   

ভলভার্ট আউট হলে ম্যাচের রাশ ধরেন আফ্রিকান তারকা অলরাউন্ডার মারিজানে কাপ (২৬)। তবে কাপ ছাড়াও শেষের দিকে খেলতে নেমে ১১ বলে ২০ রানে অপরাজিত ছিলেন অ্যানেরি ডেরেকসেন। তবে আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন তাজমিন ব্রিটস (১৩)। ইংল্যান্ডের তিন স্পিনার সারা গ্লেন, চার্লি ডিন ও সোফি একলেস্টন মিলে ১২ ওভারে মাত্র ৫৮ রানে ৪টি উইকেট নেন। ১৫ রানে ২ উইকেট নেন একলেস্টন।

এদিন দক্ষিণ আফ্রিকার ১২৪ রান তাড়া করতে গিয়ে প্রথম থেকেই তাড়াহুড়ো করতে থাকে ইংল্যান্ড। তবে ফিল্ডিং সেভাবে ভালো প্রদর্শন করতে পারেননি আফ্রিকান মহিলারাও। গতকাল গোটা ম্যাচ ইংল্যান্ড ব্যাটারদের প্রায় সাতটি ক্যাচ মিস করে প্রোটিয়া দল। আর এই ক্যাচ ফেলে দেওয়ার সৌজন্যেই দুটি জুটিতে ভর করে অনায়াসেই এই লক্ষ্যমাত্রা টপকে যায় ইংল্যান্ড ((England Women vs South Africa Women highlights)।

দ্বিতীয় উইকেটে ড্যানি ওয়াট ও এলিস কাপেসির ২৬ বলে ৩৪ এবং তৃতীয় উইকেটে ওয়াট ও ন্যাট শিভারের ৫৫ বলে ৬৪ রানের জুটিতে লক্ষ্যটি সহজ করে ফেলে ইংল্যান্ড। ৪৩ বলে ৪৩ করে ১৮তম ওভারের শেষ বলে আউট হন ড্যানি ওয়াট। ৩৬ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন ন্যাট শিভার। তিনিই শেষ বলে বাউন্ডারি কেড়ে ম্যাচ শেষ করেন।

Womens T20 World Cup: সাত বছরের পুরনো রেকর্ড ভেঙে পাকিস্তানকে হারাল ভারত-কন্যারা

প্রসঙ্গত উল্লেখ্য যে,গত বছর মহিলা টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ রানে হেরেছিল ইংল্যান্ড (England Women vs South Africa Women highlights)। তাই এই জয় ছিল তাঁদের কাছে ছিল একপ্রকার মধুর প্রতিশোধ। এই মুহূর্তে দুটি ম্যাচ খেলে একটি জয়ে মোট ২ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও দক্ষিণ আফ্রিকার (০.২৪৫) সঙ্গে রান রেটে এগিয়ে দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজ (১.১৫৪)। বাংলাদেশও ২ ম্যাচে ১ জয়ে মোট ২ পয়েন্ট নিয়ে চতুর্থ। গ্রুপের তলানিতে থাকা স্কটল্যান্ড ২ ম্যাচে জয়হীন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১২৪/৬ (ভলভার্ট ৪২, কাপ ২৬, ডেরেকসেন ২০*; একলেস্টন ২/১৫, গ্লেন ১/১৮)।

ইংল্যান্ড: ১৯.২ ওভারে ১২৫/৩ (ন্যাট শিভার ৪৮*, ড্যানি ওয়াট ৪৩, এলিস ১৯; কাপ ১/১৭, নাদিন ১/২৩)।

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: সোফি একলেস্টন (ইংল্যান্ড)।