Euro 2024: ইউরো সেমিতে ইংল্যান্ড, ত্রাতার ভূমিকায় সাকা

হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ইউরো (Euro 2024 ) চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্থান করে নিল ইংল্যান্ড। শনিবার মেরকুর স্পেইল এরিনায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল হ্যারি কেনরা।‌…

England Euro Cup

হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ইউরো (Euro 2024 ) চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্থান করে নিল ইংল্যান্ড। শনিবার মেরকুর স্পেইল এরিনায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল হ্যারি কেনরা।‌ প্রতিপক্ষ হিসেবে ছিল ব্রিল এমবোলোর সুইজারল্যান্ড। নির্ধারিত নব্বই মিনিটের শেষে খেলার ফলাফল ছিল ১-১ গোল। এমবোলোর গোলে সুইসরা এগিয়ে গেলেও অন্তিম লগ্নে এসে সাকার গোলে সমতায় ফেরে ব্রিটিশরা।

যারফলে অতিরিক্ত সময় চলে যায় ম্যাচ। সেখানে ও দেখা যায় হাড্ডাহাড্ডি লড়াই। তারপর ট্রাইব্রেকারের মধ্যে দিয়ে ম্যাচের নিস্পত্তি। শেষ পর্যন্ত ৫-৩ গোলের ব্যবধানে সেমিফাইনালের ছাড়পত্র আদায় করে নেয় সাউথ গেটের ইংল্যান্ড। আগামী ১১ই জুলাই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে নামবে জুড বেলিংহামের দল। বলাবাহুল্য এই ম্যাচের শুরু থেকেই অনবদ্য ফুটবল খেলেছে ইংল্যান্ড। একাধিকবার প্রতিপক্ষের রক্ষণে হানা দেন সাকা থেকে শুরু করে ফিল ফোডেনরা।

   

কিন্তু সুইসদের জমাট বাঁধানো রক্ষণ ভাঙা সম্ভব হয়নি তাদের পক্ষে। অন্যদিকে, সময় যতো এগিয়েছে চাপ বাড়িয়েছে শাকিরি আমদৌনিরা। বিশেষ করে পাসিং ফুটবলের ক্ষেত্রে অনায়াসেই তারা টেক্কা দিয়েছিল ব্রিটিশদের। একাধিক গোলের সহজ সুযোগ চলে আসলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি সুইজারল্যান্ডের পক্ষে। নাহলে প্রথমার্ধে অনায়াসেই এগিয়ে যেতে পারত আকাঞ্জিরা।

প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে ফলাফল। তবে দ্বিতীয়ার্ধ থেকে চাপ বাড়াতে থাকে দুই দল। এসবের মাঝেই ম্যাচের ৭৫ মিনিটের মাথায় ইংল্যান্ডের জন স্টোনসকে বোকা বানিয়ে গোল করে যান ব্রিল এমবোলো। তারপর থেকে রক্ষণাত্মক ফুটবল খেললেও শেষ রক্ষা হয়নি। মিনিট পাঁচেকের মাথায় গোল শোধ করে যান‌ বুকায়ো সাকা। তারপর অতিরিক্ত সময় অতিক্রম করে ট্রাইবেকার। সেখানে টনি আর আর্নল্ডের বল জালে জড়াতেই সেলিব্রেশনের মেজাজ দেখা যায় সমর্থকদের।