শেষ সুযোগ! ইংল্যান্ড সফরে টিকে থাকার লড়াই ভারতীয় পেসারের

Mohammed Siraj
Mohammed Siraj

আইপিএল ২০২৫ কার্যত শেষ হবার পথে। বিশ্ব ক্রিকেটের নজর এখন ইংল্যান্ডে। ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজ। এই সিরিজ শুধু ভারতীয় দলের জন্যই নয়, বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পেসার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) জন্য। কারণ, এই সিরিজে নিজেকে প্রমাণ করতে না পারলে হয়ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

রোহিত-কোহলির অবসর, নতুন যুগের সূচনা
টেস্ট ফরম্যাট থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর ভারতীয় দলের জন্য বিশাল ধাক্কা। দুই অভিজ্ঞ ক্রিকেটার দীর্ঘদিন ধরে ভারতের ব্যাটিং স্তম্ভ ছিলেন। তাঁদের অভাব পূরণ করা সহজ নয়। নতুনদের উপর ভরসা রাখতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। তারসঙ্গে বোলিং বিভাগেও দেখা দিয়েছে অসংখ্য প্রশ্ন।

   

বুমরাহ-শামি অনিশ্চিত, ভরসার নাম সিরাজ?
যদিও জসপ্রীত বুমরাহ ইনজুরি কাটিয়ে ফিরেছেন, তবে টানা পাঁচটি টেস্ট ম্যাচ খেলার মতো ফিটনেস এখনো তার নেই। তাকে ‘রেস্ট অ্যান্ড রোটেশন’ পদ্ধতিতে খেলাতে হবে। অন্যদিকে, মহম্মদ শামির ফর্ম নিয়ে রয়েছে গভীর সন্দেহ। ইনজুরি ও ধারাবাহিকতা হারানোর কারণে তিনি দলে জায়গা ধরে রাখতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

এই প্রেক্ষাপটে সামনে চলে এসেছেন মহম্মদ সিরাজ। তিনি এখন ভারতের পেস অ্যাটাকের অন্যতম ভরসা। তবে আইপিএলেতাঁর পারফরম্যান্স খুব একটা আহামরি ছিল না। গুজরাট টাইটান্সের হয়ে তিনি ১২ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। উইকেট সংখ্যা খারাপ না হলেও ইকোনমি রেট এবং ম্যাচে প্রভাব ফেলার দিক থেকে তিনি পিছিয়ে রয়েছেন অন্যান্য পেসারদের তুলনায়।

অস্ট্রেলিয়া সফরের হতাশা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ
অস্ট্রেলিয়া সফরে তার ফর্ম ছিল হতাশাজনক। একের পর এক ম্যাচে রান দিয়েছেন খরচ করে, উইকেট তুলতে পারেননি নিয়মিতভাবে। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। নির্বাচকদের সেই সিদ্ধান্ত বুঝিয়ে দেয়, এখন আর সিরাজের জন্য জায়গা অটুট নয়। নিজের পারফরম্যান্স দিয়েই জায়গা ধরে রাখতে হবে।

ইংল্যান্ড সফরই হতে পারে শেষ সুযোগ
নির্বাচকরা স্পষ্ট করে দিয়েছেন, এবার ফল দিতে না পারলে টেস্ট দলে সিরাজের ভবিষ্যৎ নিয়ে ভাবনা-চিন্তা শুরু হবে। ভারতীয় পেস আক্রমণে এখন প্রচুর প্রতিদ্বন্দ্বিতা। তরুণ পেসাররা যেমন হর্ষিত রানা, মুকেশ কুমার, আকাশ দীপ কিংবা উমরান মালিক দলে ঢোকার জন্য প্রস্তুত। তাই সিরাজের জায়গা হারানো সময়ের অপেক্ষা হতে পারে, যদি তিনি ইংল্যান্ডে নিজের সেরাটা না দিতে পারেন।

তবে সিরাজ নিজেও জানেন তার সামনে সুযোগটি কতটা গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি জানি এবার ভালো না করলে কঠিন হয়ে যাবে। কিন্তু আমি প্রস্তুত। এই সফরে নিজের সবটা উজাড় করে দিতে চাই।”

ইংল্যান্ডের উইকেট, চ্যালেঞ্জ ও সুযোগ
ইংল্যান্ড সফর ভারতীয় বোলারদের জন্য চিরকালই চ্যালেঞ্জিং। কন্ডিশন অনুযায়ী সুইং, সিম এবং বাউন্স কাজে লাগাতে না পারলে বোলাররা ব্যর্থ হন। তবে একইসঙ্গে এটা বড় সুযোগও, বিশেষ করে ফর্মে ফিরতে চাইলে। ইংল্যান্ডের উইকেটে পেসাররা যদি লাইন ও লেংথ ঠিক রাখতে পারেন, উইকেট নেওয়ার সম্ভাবনাও বাড়ে। সিরাজের সেই সামর্থ্য আছে – সেটা তিনি এর আগে প্রমাণ করেছেন।

তবে এবার আর ভুল করার জায়গা নেই। টেস্ট ক্যারিয়ারে ধারাবাহিক না থাকলে ভারতীয় দলে টিকে থাকা কঠিন। তাই ইংল্যান্ড সফর হয়ে উঠেছে মহম্মদ সিরাজের জন্য “ডু অর ডাই” মিশন। তাই সিরাজের সামনে রয়েছে কঠিন লড়াই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleEmpowering Businesses: Exploring Ceratec’s Impactful Commercial Spaces in Pune
Next articleSaheel Properties Grand Launch in Hinjawadi Phase-3 Marks a New Chapter in Pune’s Real Estate
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।