এটিকে মোহনবাগানে ইংল্যান্ডের তারকা অ্যান্ডি ক‍্যারোল! এল বিরাট আপডেট

andy carrol

এই কয়েক দিন আগের কথা। দলবদলের বাজারে আরও এক বিরাট চমকপ্রদ খবর ছড়িয়ে পড়েছিল এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) কেন্দ্র করে। শোনা যাচ্ছিলো ইংল্যান্ডের তারকা ফুটবলার’কে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল এটিকে মোহনবাগান।  এরপর থেকেই শুরু হয় এক বিরাট জল্পনা।

তবে শেষ সূত্রের পাওয়া খবর অনুযায়ী সবুজ-মেরুন শিবিরের তরফে প্রস্তাব গিয়েছিল ক‍্যারোলের কাছে। তিনি নাকি সম্মতিও দিয়েছিলেন এবিষয়ে। কিন্তু যতদুর জানা যাচ্ছে, মেডিক্যাল টেস্টে ফেল করে গিয়েছেন তিনি। তার অ্যাঙ্কেলে একটা পুরনো চোট রয়েছে যার জন্য প্রয়োজন আছে অস্ত্রোপচারের। এবং তা করালে তার মাঠে ফেরার বিষয়টি সময় সাপেক্ষ। এদিকে এবছর একাধিক ফুটবল টুর্নামেন্ট খেলবে এটিকে মোহনবাগান শিবির। তাই ক‍্যারোলের সুস্থ হয়ে ওঠা অবধি ক্লাব কর্তৃপক্ষ অপেক্ষা করবেন বলে মনে হয়না।

   

প্রসঙ্গত, ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ৯ ম‍্যাচ খেলা এই ফুটবলার লিভারপুলের পাশাপাশি খেলেছে ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেড,নিউ ক‍্যাসেল ইউনাইটেড,প্রেস্টন নর্থ এন্ড,রিডিং এর মতো ক্লাবে।বর্তমানে তিনি খেলেন ইংল্যান্ডের সেকেন্ড টায়ারের ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নে।একটা সময় প্রিমিয়ার লিগে প্রতিনিধিত্ব করতো এই ক্লাব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন