ভারত (Indian Cricket Team) বনাম ইংল্যান্ড (England) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচকে ঘিরে জমে উঠেছে উত্তেজনা। ইতিমধ্যেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। লর্ডসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ২২ রানে হেরে গিয়েছে গিলরা (Shubman Gill)। সেই হারের ধাক্কা সামলে ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে (Manchester Test) শুরু হতে চলা চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রস্তুত ব্লু ব্রিগেড। তার আগেই বড়সড় চমক দেখাল ইংল্যান্ডের নির্বাচকরা, দলে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার লিয়াম ডসন (Liam Dawson), যিনি দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে জায়গা পেলেন।
লর্ডস টেস্টে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান ইংল্যান্ডের উদীয়মান স্পিনার শোয়েব বশির। যদিও সেই ম্যাচে চোট সত্ত্বেও বল হাতে দারুণ বোলিং করেন তিনি। কিন্তু স্ক্যান রিপোর্টে দেখা যায় তার আঙুলে হাড়ে চিড় ধরেছে। ফলে চলতি সিরিজের বাকি দুই টেস্টে আর মাঠে নামতে পারবেন না এই তরুণ স্পিনার। বশিরের জায়গাতেই দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ স্পিনার লিয়াম ডসনকে, যিনি ২০১৬ সালে ভারতের বিপক্ষেই চেন্নাইয়ে টেস্ট অভিষেক করেছিলেন।
৩৫ বছর বয়সী লিয়াম ডসন শেষবার টেস্ট খেলেছিলেন ২০১৭ সালে। এরপর লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে কার্যত ছিটকে যান তিনি। তবুও কাউন্টি ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্স নজর কেড়েছে ইংল্যান্ড ম্যানেজমেন্টের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২১২ ম্যাচে তিনি করেছেন ১০,৭৩১ রান, উইকেট নিয়েছেন ৩৭১টি। ব্যাট এবং বল, দুই বিভাগেই কার্যকর ভূমিকা নিতে সক্ষম ডসন। কিন্তু মজার বিষয়, এত অভিজ্ঞতার পরও ডসন এখনও পর্যন্ত একটিও আইপিএল ম্যাচ খেলেননি। ২০২৫ আইপিএল নিলামেও অবিক্রীত ছিলেন তিনি।
ডসনের অভিজ্ঞতা, স্পিন বোলিংয়ের বৈচিত্র এবং ব্যাটিং দক্ষতাই তাকে ইংল্যান্ডের টেস্ট একাদশে ফিরিয়ে আনল। ভারতীয় স্পিনের মোকাবিলা এবং উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা থাকায় তার অন্তর্ভুক্তি হতে পারে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
অন্যদিকে ভারতীয় দল এখনো নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে রাখার জন্য মরিয়া। রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার তরুণ দল নেতৃত্ব দিচ্ছে শুভমন গিল। লর্ডসে গিলের ব্যাটিং দারুণ হলেও বোলারদের অনিয়মিত পারফরম্যান্স এবং মিডল অর্ডারের ব্যর্থতাই হারের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তবে জাদেজা শেষ দিকে একা হাতে ম্যাচ ঘোরানোর চেষ্টা করেছিলেন, যেটা ভারতীয় সমর্থকদের আশার আলো দেখাচ্ছে। প্রধান কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যে জানিয়েছেন, চতুর্থ টেস্টে কৌশলগত পরিবর্তন আসতে পারে। ব্যাটিং অর্ডার এবং বোলিং কম্বিনেশনেও দেখা যেতে পারে নতুন চমক।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ :
বেন স্টোকস (অধিনায়ক), জো রুট, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, হ্যারি ব্রুক, অলি পোপ, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, ব্রাইডন কার্স, জশ টং, লিয়াম ডসন
চতুর্থ টেস্ট হতে চলেছে সিরিজ নির্ধারক এক মহারণ। ভারতের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ এটি। অন্যদিকে ইংল্যান্ড চাইবে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করে নিতে। দুই দলের পরিবর্তিত একাদশ, নতুন কৌশল এবং পুরনো মুখের প্রত্যাবর্তন—সব মিলিয়ে টেস্ট প্রেমীদের জন্য ম্যাঞ্চেস্টার টেস্ট হতে চলেছে এক অপূর্ব ক্রিকেটীয় উপভোগ।
England spinner Liam Dawson like to play against Indian Cricket Team in Manchester Test