ওভালের (Oval Test) ভারতীয় দলের (Indian Cricket Team) বিপক্ষে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড (England)। সিরিজ নির্ধারণী ম্যাচে চোট পেয়ে ছিটকে গেলেন ইংলিশ পেসার ক্রিস ওকস (Chris Woakes)। ম্যাচের প্রথম দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ কাঁধে চোট (Shoulder Injury) পান এই অভিজ্ঞ পেসার। পরে স্ক্যানে ধরা পড়ে চোট গুরুতর। ফলে পঞ্চম টেস্টে আর দেখা যাবে না তাকে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) শুক্রবার সকালে এক বিবৃতিতে ওকসের টেস্টে না খেলার বিষয়টি নিশ্চিত করে। সেখানে জানানো হয়, “ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের প্রথম দিনে বাঁ কাঁধে চোট পান ক্রিস ওকস। স্ক্যানের পর দেখা গেছে তিনি আর এই টেস্টে অংশ নিতে পারবেন না। সিরিজ শেষে তার ওপর আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।”
ওভালে প্রথম দিনের খেলার শেষদিকে বাউন্ডারি ঠেকাতে গিয়ে হঠাৎ পড়ে যান ওকস। এরপর থেকেই হাতে অস্বস্তি অনুভব করেন। মাঠ ছাড়ার সময় তাকে হাতে স্লিং পরে বের হতে দেখা যায়। মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে ড্রেসিং রুমে ফেরেন তিনি।
ইংল্যান্ডের তরুণ পেসার গাস অ্যাটকিনসনের মন্তব্যে আগে থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল যে, ওকস সম্ভবত আর মাঠে ফিরবেন না। ম্যাচের প্রথম দিন শেষে তিনি বলেন, “দেখে খুব একটা ভালো মনে হয়নি। আমি বিস্মিত হবো যদি তিনি বাকি খেলায় অংশ নেন।” তিনি আরও বলেন, “এটা সিরিজের শেষ ম্যাচ, এমন সময় কেউ ইনজুরিতে পড়লে তা দুঃখজনক। তবে ওকস আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ, আমরা সবাই তার পাশে আছি।”
ওকসের ছিটকে যাওয়ায় বড়সড় বিপাকে পড়েছে ইংল্যান্ড। পেস আক্রমণে একের পর এক চোট ও বিশ্রামে থাকা বোলারদের কারণে দলের ভারসাম্য ইতিমধ্যেই হুমকির মুখে। অধিনায়ক বেন স্টোকস নিজেও চোটের কারণে পঞ্চম টেস্টে খেলছেন না। জোফ্ৰা আর্চার ও কার্সকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে গোটা চাপ এখন গাস অ্যাটকিনসন, জশ টং ও জেমি ওভারটনের কাঁধে।
৩৬ বছর বয়সী ওকস এই সিরিজে ইংল্যান্ডের একমাত্র ফাস্ট বোলার যিনি পাঁচটি টেস্টেই অংশ নিয়েছেন। যদিও আগের ম্যাচগুলোতে তার পারফরম্যান্স ছিল তুলনামূলক ম্লান, তবে ওভালের প্রথম দিনেই তিনি ফিরিয়ে দিয়েছিলেন ভারতের কেএল রাহুলকে। সে ডেলিভারিটি ছিল নিখুঁত, অফ স্টাম্পের বাইরে থেকে বল ঢুকে বোল্ড করে দেন রাহুলকে। ইংল্যান্ডের জন্য টেস্ট সিরিজের গুরুত্বপূর্ণ মুহূর্তে ওকসের ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড়সড় ধাক্কা। এখন দেখার বিষয়, তরুণ পেসাররা এই চাপ কতটা সামলাতে পারেন।
England pacer Chris Woakes ruled out from Oval Test with shoulder injury against Indian Cricket Team