England: পঞ্চম টেস্টের আগেই প্রকাশিত প্রথম একাদশ

ভারত (India) বনাম ইংল্যান্ডের (England) মধ্যে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ধর্মশালায় খেলা হওয়ার কথা রয়েছে। টেস্ট ম্যাচের একদিন আগে ইংল্যান্ড তাদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছে।…

England's First XI Unveiled Ahead of Fifth Test

ভারত (India) বনাম ইংল্যান্ডের (England) মধ্যে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ধর্মশালায় খেলা হওয়ার কথা রয়েছে। টেস্ট ম্যাচের একদিন আগে ইংল্যান্ড তাদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করেছে। ধর্মশালা টেস্টে ফিরেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড। দল থেকে বাদ পড়েছেন ওলি রবিনসন। অলি রবিনসন রাঁচি টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন। তা সত্ত্বেও ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ধর্মশালা টেস্টের পিচ দেখে ফাস্ট বোলার মার্ক উডকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। ৩ মার্চ ধর্মশালায় পৌঁছে ৪ মার্চ থেকে অনুশীলন শুরু করে ইংল্যান্ড।

Advertisements

ধর্মশালা টেস্টের একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ ফাস্ট বোলার মার্ক উড। আসলে ধর্মশালার পিচ ও আবহাওয়া ফাস্ট বোলারদের সাহায্য করে। অলি রবিনসনের জায়গায় মার্ক উডকে দলে নিয়েছে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত এই সিরিজে দারুণ বোলিং করেছেন উড। তিনি তাঁর গতি এবং সুইং দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন এর আগে। ধর্মশালা টেস্টের জন্য রবিনসনের চেয়ে উডের ওপরই বেশি আস্থা প্রকাশ করেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ১৩ ওভার বোলিং করেছিলেন রবিনসন। কোনও উইকেট পাননি, উপরন্ত রান দিয়েছিলেন প্রায় পাঁচের গড়ে। দ্বিতীয় ইনিংসে রবিনসনকে একটি ওভারও বল করতে দেওয়া হয়নি। তবে রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেছিলেন তিনি। যে পিচে সব ব্যাটসম্যান রান করতে হিমশিম খাচ্ছিলেন, সেই পিচে ৯৬ বলে ৫৮ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন রবিনসন।

পঞ্চম টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশঃ
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, অলি পোপ, বেন ডাকেট, জো রুট, বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।