বিদায় Stuart Broad! ডাক পেলেও অধরা আইপিএল

আজকের পর আর ব্যাট বল হাতে দেখা যাবে না ইংল্যান্ডের অন্যতম সেরা ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad)। অ্যাশেজের শেষ টেস্টের তৃতীয় দিন ব্রড হঠাৎই…

আজকের পর আর ব্যাট বল হাতে দেখা যাবে না ইংল্যান্ডের অন্যতম সেরা ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad)। অ্যাশেজের শেষ টেস্টের তৃতীয় দিন ব্রড হঠাৎই ঘোষণা করলেন তাঁর অবসরের (retirement) কথা। মজার ব্যাপার হল ডাক পেয়েও ভারতীয় প্রিমিয়ার লিগে কোনদিন খেলতে পারেননি ব্রড।

Advertisements

বর্তমানে অল্প চোট নিয়ে আইপিএল খেলে আন্তর্জাতিক ক্রিকেট উপেক্ষা করার কথা চলছে ভারতীয় মহলে। এদিকে বিশ্বকাপে চোট পাওয়ায় আইপিএলে খেলতে চেয়েও পারেননি ব্রড। খুব কম লোকই জানে সে কথা।

বিজ্ঞাপন

সালটি ছিল ২০১১। সদূর বিশ্বকাপ খেলেছেন। সেখানে সামান্য “সাইড স্ট্রেন”-এর শিকার হয়েছিলেন তিনি। ফলে তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের থেকে ইউএসডি ৪,০০,০০০ পেলেও খেলতে পারেনি তিনি। পরের বছরও ডাক পান পাঞ্জাবের তরফ থেকে।তবে আবার চোট পাওয়ায় সেই বছরও খেলতে পারেননি তিনি। তার পর আর কোনোদিন আইপিএলের ছায়াও মাড়ান নি তিনি।

ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের পঞ্চম টেস্ট শেষ হওয়ার পর শনিবার ব্রড জানিয়েছেন, তিনি সব ক্রিকেট থেকে অবসর নেবেন। তিনি বলেন, “আমার সারাজীবন অ্যাশেজের সাথে প্রেমের সম্পর্ক ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার শেষ বলটি করতে পারা এবং শেষ বলের মুখোমুখি হওয়ার চিন্তাই আমার সব চেয়ে বেশি ভালো লাগছে,” তিনি বলেছিলেন।

ডানহাতি পেসার স্টুয়ার্ট ব্রডের নামে ৮৪০ টিরও বেশি আন্তর্জাতিক উইকেট রয়েছে। ২০১৬ সালে ইংল্যান্ডের হয়ে শেষবার সাদা বলের ম্যাচ খেলেছিলেন কিন্তু টেস্ট ক্রিকেটে নিয়মিত ছিলেন ব্রড। খেলার দীর্ঘতম ফরম্যাট ব্রডের ৬০০ টিরও বেশি টেস্ট উইকেট রয়েছে। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় জেমস অ্যান্ডারসনের পরেই রয়েছেন তিনি।