৪, ৪, ৬, ৬, ৬, ৪… হেডের প্রহারে ছত্রাখান ইংল্যান্ড, সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার (১১ সেপ্টেম্বর) ইংল্যান্ডকে (ENG vs AUS) ২৮ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেড…

ENG vs AUS Travis Head

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার (১১ সেপ্টেম্বর) ইংল্যান্ডকে (ENG vs AUS) ২৮ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেড (Travis Head), ম্যাথু শর্ট, ফাস্ট বোলার শন অ্যাবট ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন সূর্যকুমার? এবার হয়তো জল্পনার অবসান

   

৬ ওভারে ৮৬ রানের ওপেনিং পার্টনারশিপ দিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করেছিলেন হেড ও শর্ট। সাউদাম্পটনে বৃষ্টির কারণে টস হতে দেরি হয়েছিল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ট্রাভিস হেড ২৩ বলে ৫৯ ও ম্যাথু শর্ট ২৬ বলে ৪১ রান করেন। হেড মারেন ৮টি চার ও ৪টি ছক্কা। শর্ট মারেন ৪টি চার ও ২টি ছক্কা। এই দু’জন ছাড়াও ২৭ বলে ৩৭ রান করেন জশ ইংলিস।

এই ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন ট্রাভিস হেড। মাত্র ১৯ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করেছিলেন তিনি। একটি ওভারে তুলেছিলেন ৩০ রান। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ানা ক্রিকেটারদের কাছে যা এক মাইলফলক। স্যাম কারানের ওভারে ট্রাভিস মেরেছিলেন যথাক্রমে ৪, ৪, ৬, ৬, ৬, ৪।

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন লিয়াম লিভিংস্টোন। জোফরা আর্চার ও সাকিব মাহমুদ নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন স্যাম করণ ও আদিল রশিদ। স্যাম উইকেট নিলেও প্রচুর রান দিয়েছিলেন। ২ ওভারে ৩৫ রান দিয়েছিলেন তিনি।

চাহালের স্পিনে ইংরেজরা নাস্তানাবুদ, একাই নিলেন ৯ উইকেট

ইংল্যান্ডের ব্যাটিং করতে নেমে লিয়াম লিভিংস্টোন করেন ২৭ বলে ৩৭ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক ফিল সল্ট ২০, স্যাম কারান ১৮, জর্ডান কক্স ১৭, জেমি ওভারটন ১৫ ও সাকিব মাহমুদ ১২ রান করেন। দশম অঙ্ক পেরোতে না পেরেই আউট হয়ে যান উইল জ্যাকস, জ্যাকব বেথেল, জোফরা আর্চার ও আদিল রশিদ।

চোটের কবলে পড়া অস্ট্রেলিয়ায়র জেভিয়ার বার্টলেট ৩.৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন জশ হ্যাজেলউড। ৩.২ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন শন অ্যাবট। ১.২ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন ক্যামেরন গ্রিন। ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ৩ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন মার্কাস স্টনিস। ১৩ সেপ্টেম্বর কার্ডিফে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।