জল্পনার অবসান! দীর্ঘমেয়াদি চুক্তিতে চেন্নাইয়িন এফসিতে ভিগনেশ

অবশেষে চেন্নাইয়িন এফসিতে (Chennaiyin FC) যোগদান করলেন ভিগনেশ দক্ষিণামূর্তি (Vignesh Dakshinamurthy)। দীর্ঘ জল্পনার পর বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে দক্ষিণের…

vignesh dakshinamurthy

অবশেষে চেন্নাইয়িন এফসিতে (Chennaiyin FC) যোগদান করলেন ভিগনেশ দক্ষিণামূর্তি (Vignesh Dakshinamurthy)। দীর্ঘ জল্পনার পর বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। যারফলে আগামী চারটি মরসুমের জন্য চেন্নাইয়িনের জার্সিতে খেলবেন এই ভারতীয় ডিফেন্ডার। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের রক্ষণভাগকে।

উল্লেখ্য, গত ফুটবল মরসুমে হায়দরাবাদ এফসির জার্সিতে অত্যন্ত দক্ষতার সাথে রক্ষণভাগ সামাল দিয়েছিলেন এই তারকা ফুটবলার। যারফলে নয়া সিজনে তাঁকে পাওয়ার জন্য আসরে নামে একাধিক ফুটবল ক্লাব। আগামী ২০২৭ সাল পর্যন্ত নিজামের শহরের এই ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি থাকলেও নয়া সিজনে অন্যত্র যেতে চাইছিলেন ভিগনেশ। সেজন্য চুক্তির অবসান চেয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাশ কমিটিতে আবেদন করেছিলেন তিনি।

   

দিনকয়েক আগেই মিটে গিয়েছে সেই সমস্যা। এনওসি পেয়েছিলেন সেখান থেকে। তারপর থেকেই এই ফুটবলারের যোগদান ঘিরে দেখা দিয়েছিল একাধিক বিতর্ক। তবে শুরু থেকেই তাঁকে দলে নেওয়ার জন্য এগিয়ে ছিল আইএসএল জয়ী চেন্নাইয়িন এফসি। তাতেই শীলমোহর পড়ে গেল এবার।

যারফলে আগত ইন্ডিয়ান সুপার লিগে দলের রক্ষণভাগ নিয়ে অনেকটাই স্বস্তি পাবেন কোচ ওয়েন কোয়েল। গত বছর অনবদ্য লড়াই করে টুর্নামেন্টের টপ সিক্সে কোয়ালিফাই করলেও চূড়ান্ত সাফল্য আসেনি। পরবর্তীতে পরাজিত হতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সের কাছে। সেই হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই চিমা চুকুদের কাছে।