শিল্টন পাল (Shilton Paul) ১৪ বছর খেলেছিলেন মোহনবাগানের হয়ে, আড়াইশোর বেশি ম্যাচ। ক্লাব বহু ম্যাচের জয়ের নায়ক তিনি। মোহনবাগান সমর্থকদের প্ৰিয় ‘বাজপাখি’ ছিলেন। ২০০৬-২০২০, মোহনবাগানের গোলকিপার ছিলেন শিল্টন। মোহনবাগান ছাড়াও ভারতের একাধিক ক্লাবের গোল দূর্গ রক্ষা করেছেন। খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগ।
Advertisements